আমাদের বাসায় আমরা কবুতর পালন করে থাকি, হঠাৎ একদিন সকালে আমাদের বাসায় একটা কবুতর আসে বাইরে খাবার দেওয়া ছিল সেটা খাচ্ছিল।
আমরা ভাবছি সন্ধ্যা হলে হয়তো চলে যাবে। কিন্তু সেটা যাননি দেখে রাতে আমি ধরে সেটাকে আমাদের কবুতরের বাসায় রাখি। পরে দিন সকালে ছেড়ে দেই, সে যায় না।
এর পরে আমি ২/৩ দিন আমাদের বাসা থেকে দূরে ছেড়ে দিয়েছি, বাট ঘুরে আবার বাসায় চলে আসে।
আরেকটা বিষয় আমাদের বাসায় পাশেই হাট যেখানে সপ্তাহে ২ দিন বেচাকেনা হয়।
এভাবে ১/২মাস পর কেটে যায় সেটা না যাওয়ায় আমরা সেটার সাথে আরেকটা কবুতর কিনে জোড়া দিয়েছি।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এর বাচ্চা কি খাওয়া আমাদের জন্য হালাল হবে?