আসসালামু আলাইকুম।
আমি একজন মেয়ে৷
১. আমার স্বামীর এই মাসের বেতন আর ঈদ বোনাস বাদে কোন সঞ্চিত টাকা নাই৷ আমার স্বামীর প্রায় ২.৫ লাখ টাকা ঋণ আছে, যা আগামী ১ বছরের মধ্যে পরিশোধ হবে।
2. আমার কাছে ২ ভরি পরিমাণ রূপা আছে ৭/৮ মাস ধরে, যা আমি আগামীকাল বা পরশু বিক্রি করে দেবো।
3. আমার কাছে ২.৫ ভরি স্বর্ণ আছে ১ বছরের বেশি সময় ধরে আছে।
4. আমার মাটির ব্যাংকে ৫/৬ হাজার টাকার মতো জমানো আছে যা আমি গত ১ বছরের বেশি সময় ধরে জমিয়েছি৷
আমার কি যাকাত আসবে? আসলে সেটা কিভাবে হিসাব করবো?