السلام عليكم و رحمة الله و بركاته
উস্তায আমি আজকে ফজরের পরে ইস্তিখারার দুয়া পড়ে ঘুমিয়ে যাই। এরপর স্বপ্নে দেখি একজন ব্যক্তির সাথে আমার কথা হচ্ছে, খুব হেসে খেলে কথা বলছি। খুব সম্ভবত উনার সাথে বাইতুল্লাহর আশেপাশে ঘুরছিলাম, এরপর উনাকে নিয়ে আরও দেখেছি কিন্তু মনে নেই।
এরপর দেখি আমাদের বাসা পুরোটা এলোমেলো, অন্ধকার টাইপ। আমার ভাবি কোনো একটা কারণে খুব রেগে গেছে। রেগে গিয়ে ফ্লোরে শুয়ে ছিল। মা ভাত নিয়ে তার রুমে গেছে কিন্তু না খেয়ে আবার বেড এ উঠে শুয়ে পড়ছে। এর কিছুক্ষণ পরে নিজেই এসে খাবার নিয়ে বাবুদের খাওয়াচ্ছে আর সম্ভবত বড়োছেলেকে মাইর দিয়েছে।
আমি সেখানে না যেয়ে বাসার এক কর্ণারে আলু গাছ লাগিয়েছি পূর্বে, সেটা তুলেছি। একটা অংশ আলু এনে মাকে দেখাই যে মা দেখেন আমার গাছে কতো বড়ো আলু হয়েছে। এরপর মা খুব খুশি হয়ে বলে যে দেখ আরও আলু আছে এটা শেষ দিয়ে ভেঙে চলে আসছে। এরপর আমি আবার যাই,আলু উঠাই দেখি অনেকগুলো আলু হইছে,আমি খুবই খুশি এবং কৃতঙ্গতা প্রকাশ করছিলাম, ইয়া আল্লহ এই ছোট চিকন লতাটায় এতো আলু দিতে পারো সুবহানআল্লহ। এরপর সে আলু আমার একজন দ্বীনী বোনকেও হাদিয়া দিয়েছি।
এরপর দেখি আমার ভাবি শান্ত হয়েছে উনিও আলু দেখতেছে খুব প্রশংসা করেছে তখন। এরপর দেখি আমি, ভাবি, আমার ভাইয়ের ছেলে মেয়ে কাবা চত্বরে পড়তে গিয়েছি। সেখানে প্রতিদন আমরা আরবি পড়ি (তাজউ্বইদ)। সেদিন আমরা লিখেছি এবং পড়েছি।
সেখানে হাজার হাজার মেয়েরা পড়ে। এরকম আমরা প্রতিদিনই যাই। সেখানে পড়ি খুব আনন্দের সাথে। লিখি সে লিখা আবার জমা দিয়ে আসি। সেখানের একজন শায়েখ আমাদের পড়ান। এরপর আরএকদিনও যাই আমরা সবাই সাথে আমার মা ও গিয়েছেন। সবাই লিখতে ও বসতে পারলেও আমি জায়গা পাচ্ছিলাম না। এরপর একজন হুজুর এসে আমাকে সামনে নিয়ে আসে এবং বসার জায়গা করে দেয়। এরপর খাতা পাচ্ছি না তাই অন্যদের খাতা খুজতেছিলাম লিখার জন্য। যারা ইরেগুলার তাদের খাতা পেলে লিখবো। খুজতে খুজতে খুব পুরোনো কিছু খাতা পেলাম সেখানে এক বোন উনার হাসব্যান্ডকে উদ্দেশ্য করে কিছু লিখেছে,লিখাটা পড়ে দুয়া করে দিয়েছি। এরপর খাতা খুজতে খুজতেই আমার ঘুম ভেঙে যায়। বাইতুল্লাহর চত্বরে লাস্ট দিনে আমাদের পড়া নিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন তিনি ছিলেন আমাদের পরিচিত আর একজন দ্বীনি বোন। বাস্তবে উনার সাথে কখনও কথা+দেখা হয়নি, তবে ফেসবুক পেস্টের কমেন্টে কথা হয়েছে।
যেখানে পড়েছি সেটা বাইতুল্লাহ মনে হয়েছে কিন্তু কাবা দেখিনি। মনে হয়েছে কাবার থেকে খানিকটা দূরে মক্তবে পড়তেছি কাবা চত্বরেই।
এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে উস্তায?
جزاك الله خيرا في الدنيا والأخرة