আমার মাসিক হয়েছিলো জানুয়ারি মাসের ২৮ তারিখ। তারপর থেকে এখন পর্যন্ত বন্ধ আছে। এই মাসের ১৩ তারিখ ইফতারের একটু আগে পেট ব্যথা করছিলো, আমি টিস্যু দিয়ে চেক করে দেখি হালকা লাল ডিসচার্জ। আমি রোজা ভাঙি নাই। কিন্তু পরে আর কিছু আসে নাই। আবার গতকাল রাতেও একই ঘটনা। টিস্যু দিয়ে চেক করে দেখি হালকা ডিসচার্জ। কিন্তু তারপর থেকে আর কিছুই নাই। এখন আজ ও রোজা আছি। আমাকে কি ঔ ১৩ তারিখের রোজা কাজা করতে হবে? আর আজকে নামাজ পড়ার জন্য কি ফরজ গোসল করতে হবে?