আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
যখন কাউকে পর্দা করতে বলি তখন তারা বলে যে অনেক বড় বড় আলেমরা নাকি বলেছে যে মুখ খোলা রাখলেও সেটা পর্দা করা হয়। তখন তাদের কি বলবো বুঝতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে,
১) যদি মুখ খোলা রাখা জায়েয হয় তাহলে মাহরাম পুরুষ কেন নির্ধারিত আছে? তাদের কথা মত তো সবার সামনেই যাওয়া যাচ্ছে। বিস্তারিত জানানোর অনুরোধ রইল, যেন অন্যদের প্রশ্নের জবাব দিতে পারি।
২) মা-বাবার আপন চাচা-মামারা কি মাহরামের অন্তর্ভূক্ত?
৩) নিকটস্থ আত্মীয়রা যদি দাওয়াত দেয় কিন্তু জানা নেই তাদের টাকা হালাল নাকি হারাম সেক্ষেত্রে কি দাওয়াত গ্রহণ করা যাবে? (আরেকটা হচ্ছে যে, জানি তাদের টাকা হারাম কিন্তু যদি দাওয়াত গ্রহণ না করি তাহলে পরিবার থেকেও অনেক কথা শুনতে হয়, এক্ষেত্রে করণীয় কি?)
দ্রুত উত্তর জানালে অনেক উপকৃত হবো।
জাযাকুমুল্লাহু খইর।