ইতিকাফরত অবস্থায় ফরজ গোসল করার জন্য নিকটস্হ বাড়িতে যাওয়া যাবে কি না?? কারও সাথে কথা না বলে শুধু প্রয়োজনটুকু সেরে আসা,,,
-উল্লেখ্য মসজিদ এ গোসলখানা নেই, আর গোসলখানার উপকরণ ও নেই???
২/ বাথরুম এ যাওয়ার কারনে ভুলবশত নাপাকি ভরে যায়, যার কারনে কোমর এর নিচ থেকে ধোয়া জরুরী হয়ে যায়, এমতাবস্থায় গোসল করে নিলে ইতিকাফ ভেঙে যাবে কিনা???
৩// ইতিকাফ ভেঙে গেলে এখন করনীয় কি????