আসসালামু আলাইকুম
১। রোজা অবস্থায় স্বামী স্ত্রীকে স্পর্শ করার কারণে যদি স্ত্রীর যোনিপথ ভেজা অনুভূত হয় সেক্ষেত্রে কি স্ত্রীর রোজা ভেংগে যাবে? এক্ষেত্রে কি কাযা করতে হবে নাকি কাফফারা আদায় করতে হবে? এরকম যদি কয়েকদিন হয়ে থাকে যেটা স্ত্রীর মনে নেই সেক্ষেত্রে কাযা কিভাবে আদায় করতে পারে?
২। রোজা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করার কারণে স্বামীর কামরস বের হলে স্বামীর রোজা ভেংগে যাবে? কাফফারা আদায় করতে হবে?