১.ফ্রি ফায়ার সর্বদা খেলা যায় না‌। এটা একটা গুনাহ । রোযা অবস্থায় ফ্রি ফায়ার খেল‌লে রোযা নষ্ট হ‌বে কি না।
২.মস‌জি‌দে ইত্তেকাফ এ কেউ না থাক‌লে জামাতসহ গুনাগার হ‌বে। ‌কিন্ত প্রশ্ন হ‌লো আমার বাবা মস‌জি‌দের জামা‌তের সদস‌্য মা‌সিক চাদা দেয় । আমি‌তো সদস‌্য না আমার গুনাহ হ‌বে কি না। আম‌ার বাবা সদস‌্য।
৩.ঋণ নি‌য়ে ব‌্যবসা কর‌লে ব‌্যবসার লাভ হারাম না হালাল হ‌বে। ঋণ নি‌য়ে বা‌ড়ি কর‌লে ঐ বা‌ড়ি‌তে ইবাদত কবুল হ‌বে কি না।