বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাব:-
হাদীস শরীফে এসেছেঃ
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰہَ قِیٰمًا وَّ قُعُوۡدًا وَّ عَلٰی جُنُوۡبِہِمۡ وَ یَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ ہٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿۱۹۱﴾
যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি
সম্বন্ধে চিন্তা করে, আর বলে ‘হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি
অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন (সুরা আল ইমরান ১৯১)
প্রশ্নকারী সম্মানিত দ্বীনি ভাই/ বোন!
অজু করা দরুদ পাঠ করার জন্য আবশ্যক নয়। তবে হ্যাঁ অজু অবস্থায় পাঠ করা
উত্তম। অজু ছাড়া দরুদ পড়লে গুনাহ হবে মনে করা ভুল। তবে একটি বিষয় মনে রাখা উচিৎ যে,
সর্বদা অজুর হালতে থাকা মুস্তাহাব।