ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
بسم الله الرحمن الرحيم
জবাবঃ
প্রিয়
নবী (সাঃ) বলেন,
إِذَا خَطَبَ أَحَدُكُمْ
امْرَأَةً فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَنْظُرَ إِلَيْهَا إِذَا كَانَ إِنَّمَا يَنْظُرُ
إِلَيْهَا لِخِطْبَتِهِ وَإِنْ كَانَتْ لَا تَعْلَمُ.
‘‘যখন
তোমাদের কেউ কোন রমণীকে
বিবাহ প্রস্তাব দেয়, তখন যদি
প্রস্তাবের জন্যই তাকে দেখে, তবে
তা দূষণীয় নয়; যদিও ঐ
রমণী তা জানতে না
পারে।’’
হযরত
আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة، قال: كنت عند النبي صلى الله عليه وسلم، فأتاه رجل
فأخبره أنه تزوج امرأة من الأنصار، فقال له رسول الله صلى الله عليه وسلم: «أنظرت إليها؟»،
قال: لا، قال: «فاذهب فانظر إليها، فإن في أعين الأنصارشيئا»
তিনি
বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ
এর পাশে বসা ছিলাম।একব্যক্তি
এসে বলল, আমি আনসারি
এক মহিলাকে বিয়ে করতে চাই।রাসূলুল্লাহ
বললেন,তুমি কি পাত্রী
দেখেছো?তিনি বললেন,না।রাসূলুল্লাহ
সাঃ বললেন,যাও গিয়ে পাত্রী
দেখে আসো।কেননা আনসারীদের চোখে নীল বা
এ জাতীয় কিছু থাকে। (সহীহ
মুসলিম-১৪২৪)
পাত্রীকে
পরিচয় জিজ্ঞাসা বৈধ। তবে লম্বা
সময় ধরে বসিয়ে রাখা
বৈধ নয় এবং বারবার
বহুবার অথবা অনিমেষনেত্রে দীর্ঘক্ষণ
তার প্রতি দৃষ্টি রাখাও অবৈধ। অনুরূপ একবার দেখার পর পুনরায় দেখা
বা দেখতে চাওয়া বৈধ নয়।
আরো
জানুনঃ
https://ifatwa.info/3136/?show=3142#a3142
পাত্রী
দেখার মূলনীতির মধ্যে অন্যতম কিছু মূলনীতি হলোঃ
★মুবাহ
বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়
নিয়ে আলোচনা করা যাবে না।
★মহিলা
নরম ভাষায় কথা বলবে না।
★মোহরানা
ঠিক করে বিবাহ করবে।
বিবাহের
খুতবা দেওয়া হবে।
মেয়ের
পক্ষ থেকে তার পিতা
বা অন্য কেউ শুধু
বিবাহের অনুমতি
নিয়ে এসে ওকিল হয়ে
সে (অথবা সে অন্য
কাউকে এই দায়িত্ব দিলে
সে) ২ জন পুরুষ
বা একজন পুরুষ ও
দুইজন মহিলার সামনে সাক্ষীদের
সামনে পাত্রকে মেয়ের পক্ষ থেকে বিবাহের
প্রস্তাব পেশ করবে,পাত্র
সাক্ষীদের সামনে একবার কবুল বলবে।
তাহলেই
বিবাহ হয়ে যাবে। ছেলের
বাসায় ওলিমা করা সুন্নাত। মেয়ের
বাসায় এসবের আয়োজন করার নজির নেই।
তবে
কাহারো চাপে নয়,বরং
নিজ সন্তুষ্টি চিত্তে যদি তারা দাওয়াতের
আয়োজন করে,তাহলে তা
জায়েজ আছে।
হাদীস
শরীফে এসেছে
عن أنس بن مالک رضي اللّٰہ
عنہ أن النبي صلی اللّٰہ علیہ وسلم رأی علی عبد الرحمٰن بن عوف أثر صفرۃ، فقال:
ما ہذا؟ قال: إني تزوجت امرأۃ علی وزن نواۃ من ذہب، قال بارک اللّٰہ لک أولم ولو
بشاۃ۔ (مشکاۃ المصابیح ۲۷۷)
রাসুল
সাঃ বলেন ,,,, তুমি বকরি দিয়ে
হলেও ওলিমা করো।
অন্যত্রে
এসেছে
عن أبي ہریرۃ رضي اللّٰہ
عنہ قال: الولیمۃ حق وسنۃ، فمن دُعِيَ فلم یجب فقد عصی اللّٰہ ورسولہ۔ (مجمع الزوائد
۴؍۵۲)
হযরত
আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, ওলিমা
সুন্নাত।
বিস্তারিত
জানুনঃ
https://www.ifatwa.info/3136/?show=3136#q3136
প্রশ্নকারী সম্মানিত দ্বীনি
ভাই/ বোন!
জ্বী না উক্ত কথা বলার দ্বারা বিবাহ হবে না এবং বিবাহের পূর্বে তালাকের কোন প্রশ্ন আসে না।