আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
edited by

আসসালামু আলাইকুম, আমি মাগরিবের নামাজ বাসায় পড়ছিলাম তো নামাজ এর ৩ রাকাতে আমি দুরদ শরীফ half পড়ি আল্লাহুম্মা বারিকআলা মুহাম্মমাদিও এই অংশ থেকে শুরু করে বাকি অংশ আর পড়ি নাই মানে আল্লাহুম্মা ছাল্লিয়ালা মুহাম্মাদিও এই অংশ এর পুরাটা পড়ছি তো আমি এই অংশ এর পুরাটা পড়ার পরে আমি দোয়া মাসুরা পড়া শুরু করি যখন শুরু করছি পড়া আমার খেয়াল আসে আমি তো বাকি টুকু পড়িনাই কিন্ত তাও আমি আর বাকি অংশ টা দুরদ শরীফ এর না পড়ে দোয়া মাসুরা টা সম্পুর্ন করে মানে সম্পুর্ন পড়ে এর পরে সালাম ফিরায় আমার কি নামাজ হয়েছে নাকি আবার পড়ে নিতে হবে ❔

//আর কিছু বা অল্প কয়েক দিন আগে আমি রকেট account করি অ্যাপস এর মাধ্যমে তো account করার পরে যখন account create করা হয়েছে তখন দেখি account এর ব্যালেন্স এ ১৫টাকা এইটা অবশ্য account করার পরেই দিয়েছে এমন তো না account করার আগে দিবে তা তো সম্ভব না তাইনা যে account করার আগে account এ টাকা দিবে তো আমি account করার পরে যে এই ১৫টাকা দিয়েছে এইটা কি ব্যবহার করা জায়েজ আছে আমার জন্য ⁉️ এবং নিচে আমি তাদের দেওয়া মেসেজ গুলা ও উল্লেখ করি তা হলো: 

//Thank you for ROCKET A/C registration. Your A/C no is 0189*******. Always remember your PIN and do not disclose to others. Dial 16216 for any help.

//<#>Do not share PIN and security code with others. DBBL never asks for those. Your Rocket security code is 26*****. Validity 30 seconds. UID:WpzTENRrWv0.

//Your eKYC has been completed successfully.

//Your ROCKET A/C has been approved and credited vCommAmountText for A/C opening. Enjoy DBBL services.

ওদের দেওয়া ৪ টা মেসেজ উল্লেখ করে দিয়েছি শুধু আমার নাম্বার আর কোড টা security purpose এ পুরো উল্লেখ করিনাই। 

এইযে আমার রকেট account এর ব্যালেন্স এর পিক দিয়েছি drive এ দেখে নিবেন বুজাতে সুবিধা হবে : https://drive.google.com/file/d/1CjBP4a4rBrg7EHq4koo5yNiLN8gRu0ka/view?usp=drivesdk

// সরেন/সরেন এইটা কি কিনায়া বাক্য ⁉️

1 Answer

0 votes
by (606,690 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
 اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ، وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ

 عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلي إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.

ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি রহমত নাযিল করুন যেমন আপনি রহমত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মর্যাদাবান।

ইয়া আল্লাহ! হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি বরকত নাযিল করুন, যেমন আপনি বরকত নাযিল করেছেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মর্যাদাবান। -সহীহ বুখারী, হাদীস ৩৩৭০; সহীহ মুসলিম, হাদীস ৪০৬; জিলাউল আফহাম, পৃ. ১২ (২); আলকাউলুল বাদী‘, পৃ. ১০৩

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নামাজের দরুদ পাঠ করা ওয়াজিব নয় বরং সুন্নত। সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নামাজ হয়ে যাবে।

(০২)
ঐ ১৫ টাকা আপনাকে তারা হাদিয়া হিসেবে দিয়েছে। সেই টাকা ব্যবহার করা আপনার জন্য জায়েজ।

(০৩)
সরেন/সরেন এইটা কেনায়া বাক্য নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 560 views
...