আসসালামু আলাইকুম, আমি মাগরিবের নামাজ বাসায় পড়ছিলাম তো নামাজ এর ৩ রাকাতে আমি দুরদ শরীফ half পড়ি আল্লাহুম্মা বারিকআলা মুহাম্মমাদিও এই অংশ থেকে শুরু করে বাকি অংশ আর পড়ি নাই মানে আল্লাহুম্মা ছাল্লিয়ালা মুহাম্মাদিও এই অংশ এর পুরাটা পড়ছি তো আমি এই অংশ এর পুরাটা পড়ার পরে আমি দোয়া মাসুরা পড়া শুরু করি যখন শুরু করছি পড়া আমার খেয়াল আসে আমি তো বাকি টুকু পড়িনাই কিন্ত তাও আমি আর বাকি অংশ টা দুরদ শরীফ এর না পড়ে দোয়া মাসুরা টা সম্পুর্ন করে মানে সম্পুর্ন পড়ে এর পরে সালাম ফিরায় আমার কি নামাজ হয়েছে নাকি আবার পড়ে নিতে হবে ❔
//আর কিছু বা অল্প কয়েক দিন আগে আমি রকেট account করি অ্যাপস এর মাধ্যমে তো account করার পরে যখন account ও create করা হয়েছে তখন দেখি account এর ব্যালেন্স এ ১৫টাকা এইটা অবশ্য account করার পরেই দিয়েছে এমন তো না account করার আগে দিবে তা তো সম্ভব না তাইনা যে account করার আগে account এ টাকা দিবে তো আমি account করার পরে যে এই ১৫টাকা দিয়েছে এইটা কি ব্যবহার করা জায়েজ আছে আমার জন্য ⁉️ এবং নিচে আমি তাদের দেওয়া মেসেজ গুলা ও উল্লেখ করি তা হলো:
//Thank you for ROCKET A/C registration. Your A/C no is 0189*******. Always remember your PIN and do not disclose to others. Dial 16216 for any help.
//<#>Do not share PIN and security code with others. DBBL never asks for those. Your Rocket security code is 26*****. Validity 30 seconds. UID:WpzTENRrWv0.
//Your eKYC has been completed successfully.
//Your ROCKET A/C has been approved and credited vCommAmountText for A/C opening. Enjoy DBBL services.
ওদের দেওয়া ৪ টা মেসেজ উল্লেখ করে দিয়েছি শুধু আমার নাম্বার আর কোড টা security purpose এ পুরো উল্লেখ করিনাই।
এইযে আমার রকেট account এর ব্যালেন্স এর পিক দিয়েছি drive এ দেখে নিবেন বুজাতে সুবিধা হবে : https://drive.google.com/file/d/1CjBP4a4rBrg7EHq4koo5yNiLN8gRu0ka/view?usp=drivesdk
// সরেন/সরেন এইটা কি কিনায়া বাক্য ⁉️