السلام عليكم و رحمة الله و بركاته
১. উস্তায। বিশেষ কারনে আজকে ইস্তিখারার দুয়াটা পড়ে ঘুমিয়ে যাই ফজরের সময়। এরপর স্বপ্ন দেখি - আমি মেট্রোরেল দিয়ে ভার্সিটি থেকে আসতেছি পথিমধ্যে (মেট্রো স্টেশনের ভিতরে) সুনানী চলছে। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে শোনাচ্ছে। আমি বাসায় তখনই না এসে বাচ্চাদের সুনানি শুনতে ছিলাম। এরপর সম্ভবত আমার ব্যাগ থেকে একজন বাচ্চাকে খাবার দিয়েছি। একজন বাচ্চাকে আমার খুব পছন্দ হয়েছিল তার তিলাওয়াত শুনে, অনেক আদর করছিলাম পাশে বসে তিলাওয়াত শুনতেছুলাম
এরপর সুনানি শেষ হলে আমি চলে আসি। তখন আসতে আসতে পথিমধ্যে দেখি অনেক মানুষ। এরপর একটা বাড়ির উপর দিয়ে আসতেছি। বাড়ির দরজায় দেখি আমার পিছন পিছন শায়েখ 'মামুনুল হক' সহ আরও কিছু আলেম আসতেছেন। এরপর দেখি একটা ঘরে কেউ থাকে না। সেখানে একজন লোক মরার মতো পড়ে আছে কিন্তু মারা যায় নি। আবার ঘরের মধ্যে কিছু নড়াচড়ার শব্দ হচ্ছে। আর ঘরের মালিক বলতেছে কেউ যদি দেখেন ঘরের মধ্যে কোথায় নাড়াচাড়া হচ্ছে তখন সে জায়গাটি আইডেন্টিফাই করে রাখবেন।
এরপর দেখি কিছু লোকজন জায়গাটি খুজতেছে। আমি আমাদের বাসায় চলে আসতেছি তখন দেখি উস্তায মামুনুক হক, যিযামুল হক, সাথে আরও কয়েকজন আলিম আমার সাথে যাচ্ছেন। তারা একটি নতুন গাড়িতে করে যাচ্ছেন কিন্তু অনেক স্লোলি চালাচ্ছেন। আমাকে উনাদের সাথে যেতে বললেন বা অন্যকিছু বলেছেন আমার ঠিক মনে পরছে না এই মূহুর্তে। মামুনুল হক কয়েকটি কথাই বলেছেন শুনে বেশ ভালো লেগেছে। এরপর একটু সামনে যেয়েই দেখি হাজার জনতার ভীড়। আমি মনে মনে অবাক হয়ে বললাম ওহ! মাহফিল হচ্ছে বাসার পাশে, আর উনারা এখানেই এসেছেন। দেখে অনেক খুশি হলাম। আমি মাহফিলের পাশ দিয়ে আসতেছি তখনই ঘুম ভেঙে যায়।
এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায? এটা কী ইস্তিখারা রিলেটেড নাকি এমনি স্বপ্ন দেখেছি
২. গতোকাল আমার একজন বান্ধবী স্বপ্নে দেখে আনার বিয়ে হয়ে গেছে। ও আমাকে কল দিয়েছে তখন নাকি আমি বলতেছিলাম দোস্ত আমার তো বিয়ে হয়ে গিয়েছে, আমার হাসব্যান্ড হুজুর, এবং আমি অনেক ভালো (সুখে) আছি। এ স্বপ্নর ব্যাখ্যা কি হবে?