আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা একটু ভালো করে পড়ে স্পেসিফিক উত্তর দিন দয়া করে। স্পেসিফিক উত্তর জানা খুবই জরুরি।
"আসসালামু আলাইকুম। বাড়িতে না জানিয়ে একা একা বিয়ে করলে এবং মজলিসে মেয়ে উপস্থিত না থাকলে কিভাবে উকিল নিযুক্ত করে?ধরুন, কেউ ফোনে বললো যে ওমুকের সাথে বিয়েতে রাজি আছো কি না?এখন মেয়ে যদি বলে হ্যাঁ রাজি আছি,তাহলে কি সেই ব্যক্তি উকিল হয়ে যাবে যে ফোনে জিজ্ঞেস করলো?এবং সে কি ওমুকের সাথে বিয়ে দিতে পারবে?সেই ব্যক্তি মজলিসে মেয়ের পক্ষ থেকে উকিল হিসেবে বিয়ে দিয়েছে।কিন্তু আমার প্রশ্ন হলো শুধু জিজ্ঞেস করলেই যদি রাজি হয়ে যাওয়া হয় তাহলে যেকেউ যার তার বিয়ে দিয়ে দিতে পারবে।(যে ব্যক্তি জিজ্ঞেস করেছে সে আত্মীয় না)।এভাবে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে নাকি পুনরায় বিয়ে করতে হবে?। আমার প্রশ্নটা একটু ভালো করে পড়ুন দয়া করে। আমার প্রশ্নটা স্পেসিফিক। আমাকে একটু স্পেসিফিক উত্তর দিন দয়া করে।

1 Answer

0 votes
by (632,970 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুবাইল কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।
কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের শোনা শর্ত।কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ 
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
 দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে  উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2679

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বিয়ের জন্য রাজী কি না সেটা বললে উকিল নিযুক্ত করা হবে না। বরং স্পষ্টভাবে উকিল নিযুক্ত করতে হবে। মেয়ে বলবে, আমাকে অমুকে কাছে বা তোমার যেখানে ইচ্ছা বিয়ে দাও। মাহরাম গায়রে মাহরাম বা আজনবী যে কেউ উকিল হতে পারবে। উকিল নিযুক্ত করার জন্য মজলিস বা সাক্ষীর কোনো প্রয়োজনীয়তা নাই। বিয়ের জন্য মেয়ে রাজী কি না? সে কথার পরিপেক্ষিতে যদি মেয়ে রাজী বলে, এরপর ঐ ব্যক্তি বিয়ে পড়িয়ে নেয়, এবং পরবর্তীতে মেয়ে অনুমোদন দিয়ে দেয়, তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যাবে। 


البناية شرح الهداية (9/ 217)
كل عقد جاز أن يعقده الإنسان بنفسه جاز أن يوكل به غيره) ش: هذه ضابطة يتبين بها ما يجوز للوكيل به وما لا يجوز.

بدائع الصنائع في ترتيب الشرائع (2/ 247)
 الحرة البالغة العاقلة إذا زوجت نفسها من رجل أو وكلت رجلا بالتزويج فتزوجها أو زوجها فضولي فأجازت جاز في قول أبي حنيفة وزفر وأبي يوسف الأول سواء زوجت نفسها من كفء أو غير كفء بمهر وافر أو قاصر غير أنها إذا زوجت نفسها من غير كفء فللأولياء حق الاعتراض.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
অনুমোদন দেয়া বলতে কি বুঝানো হয়েছে বলবেন একটু?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...