আস্সালামু আলাইকুম, খুবই আর্জেন্ট উত্তর প্রয়োজন।
আমার হায়েয সাধারণত ৪ দিন থাকে। আজকে ৪ দিন হয়েছে, হায়েয শেষ হয়েছিল, ফরজ গোসল করার পূর্বেই স্বামীর সাথে সহবাস হয়। এরপর থেকে আবার রক্ত যাচ্ছে। এখন আমি বুঝতে পারছি না, আমিকি কোন কবীরা গুনাহ করে ফেললাম? এখন সালাত আদায় করতে পারব নাকি আবার পুরোপুরি রক্ত বন্ধ হলে সালাত সিয়াম আদায় করা যাবে?