আসসালামু আলাইকুম
আমার হাজবেন্ড দেশের বাহিরে থাকে,আমি শশুর-শাশুরী এবং জা এর সাথে যৌথ পরিবারে থাকি,,আমার হাজবেন্ড এর অনুমতি নিয়েই বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম,,আমার হাজবেন্ড আমার শাশুড়ী কে ও বলেছিল,,তিনি অনুমতি ও দিয়েছেন।।
তবে বাবার বাড়ি থেকে ফেরার পর আমার শশুড় আমাকে অনেক কথা শুনায়,,আমার বাবা মা কে ও।।
ওইদিন আমি নামায পড়ার সময় ও চোখ দিয়ে পানি পড়ছিল,,বাট আমি ওদের ক্ষমা করে দিছি,, আমার এভাবে কান্নার জন্য কি ওদের কোন ক্ষতি হবে??আমার মন বলেছে আল্লাহর কাছে বিচার দিতে,, তবে মুখ দিয়ে আমি ওদের জন্য দোয়াই করেছিলাম।।
আরেকটা প্রশ্ন হল আল্লাহ লাইলাতুল কদরে যাদের ক্ষমা করবেন, তাদের মনে অন্য মুসলমানের জন্য হিংসে থাকা,রাগ থাকা যাবেনা,,এতটুকু জানলাম।ওইদিনের পর থেকে আমি মনে অনেক কষ্ট পেয়েছি,,প্রয়োজন অতিরিক্ত কারো সাথে কথা বলিনা,সারাক্ষণ মনটা খারাপ হয়ে থাকে,,গল্প করিনা কারো সাথে! এতে অবশ্য আমি গীবত শুনা থেকে বা বলা থেকে বাচতে পেরেছি,,এখন আমি যে ওদের সাথে এমন মুখ ভার করে থাকি,,বা প্রয়োজনের বেশি কথা বলিনা,,বা ওদের দেখতে ও আমার আর ভালো লাগেনা,,এতে কি আমার গুনাহ হবে??আর এমন হলে কি আমি কদরে আল্লাহর ক্ষমা পাবনা?
আমার কি ধরনের আচরন করা উচিত??