ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) دين قوي ( শক্তিশালী ঋণ ) এটা দ্বারা সেই টাকা বা মাল উদ্দেশ্য যা কাউকে ধার দেয়া হয়েছিলো,বা ব্যবসায়িক পণ্যর বিনিময়ে কারো উপর ওয়াজিব ছিলো।কিংবা এমন কোনো গৃহপালিত পশুর বিনিময়ে কারো উপর ওয়াজিব ছিলো যে প্রাণীর উপর যাকাত ওয়াজিব ছিলো।এমন দাইনে চল্লিশ দিরহাম পরিমাণ উসূল হওয়ার পর যাকাত ওয়াজিব হবে।(যখন থেকে পাওনা ছিলো তখন থেকে এক বৎসর পূর্ণ হওয়ার পর যাকাত ওয়াজিব হবে তথা হস্তগত হওয়ার পূর্বের বৎসর সমূহের যাকাত তখন আদায় করতে হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
৭৭ দিনের ছুটি জমা হয়েছে যা নগদায়নের জন্য আবেদন করা হয় নাই। যদি নিয়ম থাকে চাহিবামাত্র গ্রাহককে এই টাকা দেওয়া হবে, তাহলে সেই টাকার যাকাত এখনই দিতে হবে। অথবা উসূল হওয়ার পর পূর্ববর্তী বৎসর সমূহের যাকাত দিতে হবে। কেননা এটা শক্তিশালী ঋণের অন্তর্ভুক্ত।