আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in সাওম (Fasting) by (3 points)
reshown by
আসসালামু আলাইকুম,
১.এবার যেহেতু ২৯ টা রোজা হওয়ার সম্ভাবনা আছে সেহেতু আজ অর্থাৎ ২০ মার্চ সন্ধ্যা থেকেই কি লাইলাতুলকদর তালাশ শুরু করতে হবে?২০,২১,২২,২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯ রমযানগুলোই কি শেষ দশক বলে বিবেচিত হবে? নাকি যতোটাই রোজা হোক ২১ রোজা থেকেই অর্থাৎ ২১ মার্চ সন্ধ্যা থেকে শেষ দশকের কার্যক্রম শুরু করতে হবে?

২.বাড়িতে সাধারণত দুইটা স্থানে নামাজ পড়া হয়,একঘরে সোফার সামনে এবং আরেকঘরে বিছানার পাশে,যে ঘরে বিছানার পাশে নামাজ পড়া হয়
সেই ঘরটা পুরোটাই ইতেকাফের জন্য নির্ধারণ করে নিতে পারবো?

৩.প্রতিদিন শুধুরাতগুলো অর্থাৎ সুর্যাস্ত থেকে সূর্যদয় পর্যন্ত যদি নফল ইতেকাফ করতে চাই,করা যাবে?

৪.যেই ঘরে ইতেকাফ করবো সেই ঘরে কি মা বা বোন রাতে ঘুমাতে পারবে?(সেই ঘরে দুইটা বিছানা আছে)

কিংবা অন্য কোনো জিনিস নিতে বা নামাজ পড়তে বা তাদের অন্য কোনো কাজে আসা যাওয়া করতে পারবে?(যদি আমি আমার মতো ইতেকাফেই থাকি তাদের সাথে অযথা কথা না বলি)

৫.ইতেকাফ অবস্থায় ওই ঘরে থেকেই মা-বাবাকে ফোনে বা উচ্চস্বরে ডেকে সাহরি বা প্রয়োজনীয় জিনিস চাইতে পারবো?

৬.যদি শুধুরাতগুলোতে নফল ইতেকাফ করা হয় তাহলে কি রাতে বিশ্রামের জন্য ১.৫ বা ২ ঘন্টার মতো ঘুমানো যাবে?

৭.মা-বাবার না-বোধক মনোভাব থাকলেও কি জোর করে এই ইতেকাফ করা যাবে?

1 Answer

0 votes
by (632,880 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যতোটাই রোজা হোক ২১ রোজা থেকেই অর্থাৎ ২১ মার্চ সন্ধ্যা থেকে শেষ দশকের কার্যক্রম শুরু হবে। লাইলাতুল কদর কখন হবে তা আল্লাহই ভালো জানেন।হ্যা, বেশী সম্ভাবনা হল, শেষ দশকেই লাইলাতুলকদর হবে।

(২) যে ঘরে বিছানার পাশে নামাজ পড়া হয়,
সেই সম্পূর্ণ ঘরটাকেই ইতিকাফের জন্য নির্ধারণ করে নিতে পারবেন।

(৩) প্রতিদিন শুধুমাত্র রাত্রে অর্থাৎ সুর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নফল ইতেকাফের জন্য নির্ধারণ করে নিতে পারবেন।

(৪) যেই ঘরে ইতিকাফ করবেন, সেই ঘরে মা-বোন রাতে এসে ঘুমাতে পারবে। তবে আপনি ইতিকাফ স্থল থেকে বিনা জরুরতে বের হতে পারবেন না।

(৫) ইতিকাফ অবস্থায় ঐ ঘর থেকেই মা-বাবাকে ফোনে বা উচ্চস্বরে ডেকে সেহরি বা প্রয়োজনীয় জিনিস চাইতে পারবেন।

(৬) যদি শুধু রাতগুলোতে নফল ইতেকাফ করা হয়, তাহলে রাতে বিশ্রামের জন্য ১.৫ বা ২ ঘন্টা বা তারচেয়ে বেশীও ঘুমোতে পারবেন।

(৭) মা-বাবার না-বোধক মনোভাব থাকলে জোর করে এই ইতেকাফ করা উচিত না। বরং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ইতিকাফ করা উচিত। মা বাবার কোনো কাজ না থাকলে সন্তানকে বাধা প্রদান কখনো উচিত না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1707


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...