আসসালামু আলাইকুম,
১.এবার যেহেতু ২৯ টা রোজা হওয়ার সম্ভাবনা আছে সেহেতু আজ অর্থাৎ ২০ মার্চ সন্ধ্যা থেকেই কি লাইলাতুলকদর তালাশ শুরু করতে হবে?২০,২১,২২,২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯ রমযানগুলোই কি শেষ দশক বলে বিবেচিত হবে? নাকি যতোটাই রোজা হোক ২১ রোজা থেকেই অর্থাৎ ২১ মার্চ সন্ধ্যা থেকে শেষ দশকের কার্যক্রম শুরু করতে হবে?
২.বাড়িতে সাধারণত দুইটা স্থানে নামাজ পড়া হয়,একঘরে সোফার সামনে এবং আরেকঘরে বিছানার পাশে,যে ঘরে বিছানার পাশে নামাজ পড়া হয়
সেই ঘরটা পুরোটাই ইতেকাফের জন্য নির্ধারণ করে নিতে পারবো?
৩.প্রতিদিন শুধুরাতগুলো অর্থাৎ সুর্যাস্ত থেকে সূর্যদয় পর্যন্ত যদি নফল ইতেকাফ করতে চাই,করা যাবে?
৪.যেই ঘরে ইতেকাফ করবো সেই ঘরে কি মা বা বোন রাতে ঘুমাতে পারবে?(সেই ঘরে দুইটা বিছানা আছে)
কিংবা অন্য কোনো জিনিস নিতে বা নামাজ পড়তে বা তাদের অন্য কোনো কাজে আসা যাওয়া করতে পারবে?(যদি আমি আমার মতো ইতেকাফেই থাকি তাদের সাথে অযথা কথা না বলি)
৫.ইতেকাফ অবস্থায় ওই ঘরে থেকেই মা-বাবাকে ফোনে বা উচ্চস্বরে ডেকে সাহরি বা প্রয়োজনীয় জিনিস চাইতে পারবো?
৬.যদি শুধুরাতগুলোতে নফল ইতেকাফ করা হয় তাহলে কি রাতে বিশ্রামের জন্য ১.৫ বা ২ ঘন্টার মতো ঘুমানো যাবে?
৭.মা-বাবার না-বোধক মনোভাব থাকলেও কি জোর করে এই ইতেকাফ করা যাবে?