আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
edited by

উস্তাদ আমি ধাপে ধাপে করেছি প্রশ্ন যেন বুজতে সুবিধা হয়।

https://ifatwa.info/115147/  এইযে আগের আমার করা প্রশ্ন এর লিংক , হুজুর exchange করি যাই করি ওইটা ব্যাপার না আর এমন তো না আমার বোন এর বাচ্চাদের কিনা ফোন যেইটা আমি নিয়েছি মুল মালিক তো আমার দুলাভাই যাইহোক আমি এই নিয়ে বলতে গেলে বা বলতে নিলে আবারো হয়ত বেশি বলে ফেলবো। আমার কথা হচ্ছে আমি কিন্ত সরাসরি বিক্রি করার আগে এবং ফোন নিয়ে নেওয়ার আগে আমার দুলাভাই থেকে অনুমতি নি নাই যে আমি নিচ্চি এই ফোন বা আপনার এই ফোন নিচ্চি এবং বিক্রি করার আগে ও যে বিক্রি করবো ইত্যাদি কোন কিছু বলিনাই কিন্ত ফোন বিক্রি করার পরে জানছে আমি ওইটা বিক্রি করেছি যেইভাবেই জানুক জানছে আমি আমার বোন এর সাথে কথা বলতাছিলাম আমি যে নতুন ফোন কিনেছি দুলাভাই এর ওইটা ও যে বিক্রি করেছি ইত্যাদি ফোন বিষয় এ তখন শুনছে হয়ত এর পরে জিজ্ঞাসা করে ফোন নিয়ে যে আমি নাকি বা আমজ নাকি কি ফোন কিনছি নতুন ইত্যাদি কথা ফোন এর জিজ্ঞাসা করে এখন আমি বলছি নাকি আমার বোন বলছে যে ওনার ফোন ওইটা বিক্রি করেছি সহজ ভাবে যেই বলুক জানছে কোন একভাবে তো ফোন বিক্রি করার পরে দুলাভাই জানার পরে কোন আপত্তি করেন নাই যে কেনো বিক্রি করেছি বা অনার অনুমতি নিয়েছি কিনা ইত্যাদি কোন objection দেইনাই স্পষ্ট ভাষাই মানে মুখ দিয়ে কথা বলে যেমন তেমন তো মনে কোন objection/আপত্তি থাকলে ও সেইটা তো আমি বলতে পারবো না আল্লাহ তায়ালা সেইটা ভালো জানেন তো যেহেতু ফোন টা কিভাবে নিচি ও আমার আগের ফোন টা যে দিয়ে দিয়েছি বোন এর বাচ্চাদের ব্যবহার এর জন্য সবি আমার প্রথম প্রশ্নেই যতটুকু পেরেছি উল্লেখ করেছি দেখবেন আবারো উত্তর দিতে সুবিধা হবে তো তাই আমাকে শুধু বলবেন আমার ফোন ক্রয় করা এর পরে নতুন ফোন কিনা এবং এখন তো ব্যবহার ও করতাছি সবি তো আমার জন্য জায়েজ ছিলো বা জায়েজ হয়েছে বা জায়েজ আছে কি ঠিক⁉️

 

আরেকটা প্রশ্ন : আমার আগের ফোন যেইটা আমার বোন এর বাচ্চাদের বা বোন এর কাছে দিয়ে দিচি মনে করেন ফোন এ যদি কোন ক্রুটি বা সমস্যা থাকে আমি না বলি এর পরে যে আমি আমার দুলাভাই এর ফোন  বিক্রি করেছি এবং এখন সেইটার টাকার অংশ দিয়ে ফোন কিনে সেইটা ব্যবহার করতাছি এইটা আমার জন্য জায়েজই তো আছে ⁉️তো জায়েজ হলে ফোন পরবর্তী তে আমি বিক্রি থেকে শুরু করে যাবতীয় সবি তো জায়েজ হবে এবং জায়েজই আছে আমার জন্য কারন আমি তো আমার ফোন আর টাকা দিয়ে ওদের কে দিনাই। এবং আমার আগের ফোন আমি ব্যবহার বা used কিনি এখন হিসাব করলে বা বলতে গেলে 3rd hand হয়েছে আমার হাত থেকে ওদের হাতে যখন গেসে আমার উপরের আগের প্রশ্ন গুলা হয়ত আমি সেইগুলা বলেছি সাথে ওদের বাবার মানে আমার দুলাভাই এর যেই ফোন আমি নিয়েছি সেইটা কিছুটা অবস্থা বলেছি কিছু লাইন দেখলেই বুজবেন। 

 

আর শেষ আরেকটা প্রশ্ন: আমার দুলাভাই এর ফোন বিক্রি করার সময় আমাকে যখন showroom এর লোক যার সাথে কথা হচ্চিল সে জিজ্ঞাসা করে ফোন কেমন আমি বলি সব ঠিক আছে দেখে বা চেক করে নেন আমি এইটা বলিনাই hang বা লেক করে মাজে মধ্যে আমি যখন ব্যবহার করেছি কিন্ত পুরোপুরি সঠিক বলা মুস্কিল কিন্ত তাও বলি আমি বেশি storage game  বা  পাওয়ারফুল গেম আছে না playstore এ জানেনি তো ওইগুলা খেলতে গিয়ে কিছুটা hang বা লেক বা লেগ পেয়েছি অনন্য অ্যাপ ব্যবহার করতে ও হয়ত পেয়েছি মোটে ও পাইনাই বললে ভুল হতে পারে কিন্ত hang lag যে পেতাম এইসব আমি বলিনাই ফোন বিক্রি করার সময় তো ফোন বিক্রি করার পরে (বাসায় আসার পরে বা বাসার আসার কিছু সময় বা কিছু বা হয়ত ১/২/৩ দিন পরে বা  এর মধ্যে আমার মাথায় এইগুলা নিয়ে ও চিন্তা গুরপাক খাই বা খাওয়া শুরু হয়) যেমন টা আমার উপরের লিংকে আমার দুলাভাই বলছে hang এর কথা তা দেখবেন আবারো উপরের লিংক এ গিয়ে তাহলে আশা করি বুজবেন কথা গুলা আমার  কিছুটা কিন্ত উস্তাদ ওনারা হচ্ছে অভিজ্ঞ যাদের কাছে বিক্রি করেছি বুজেনি তারা display,camera,touch,sound ইত্যাদি এইগুলা চেক করে নিয়েছে যেমন দোকানে বিক্রি করার সময় করে বলতে পারেন তো সব ঠিকঠাক আছে আর ফোন এর factory reset করার পরে বা সব data erase করার পরে কিন্ত ফোন নতুন যখন কিনলে তখন যেমন থাকে ফোন এর অবস্থা বা performance তেমন কিছুটা হয়ে যাই, পুরোপুরি আর যদি বলি ও যে নতুন কিনলে যেমন থাকে তেমন হবে used phone বিক্রি করার পরে factory reset বা data erase করলে সবটা এইটা বললে ভুল ও হতে পারে কারন আমার তেমন এইটার ব্যাপারে জানা নেই আর আমি তো অভিজ্ঞ বা মোবাইল শপ এ কাজ করিনা তাদের এইগুলা জানা থাকে ব্যাসিকালি জানেনি তো আমার আগের যেই ফোন আমার বোন বা বোন এর বাচ্চাদের দিয়েছি ওইটা ও সেম যেহেতু আমি ও দুলাইভাই এর ব্যবহার করা এবং আমার ব্যবহার করা ওদের দিয়েছি আমি নিয়েছি এবং বিক্রি করেছি এবং এইটা ও সত্যি আমার আগের ফোন টা আর আমার দুলাভাই এর থেকে নেওয়া ফোন টা ব্যবহার করে মজাই আছে market e official দাম যেইটা গুগুলে দেখেছি তা হচ্ছে আমার আগের ফোন এর দাম ১৪-১৫০০০ টাকা আর দুলাভাই আগের ফোন যেইটা আমি নিয়েছিলাম সেইটার দাম হচ্ছে ১৭_১৮০০০ টাকা। এবং আমার আগের ফোন টা আর দুলাভাই এর আগের ফোন performance বলতে গেলে সেম বা প্রায় সেম যেহেতু আমি ব্যবহার করেছি এইগুলা বুজি কিছুটা হলে ও। তো আমার এই কথা গুলার আলোকে প্রশ্ন হচ্ছে আমার দুলাভাই এর ফোন যেইটা আমি নিয়েছি এবং সেইটা বিক্রি করা তো জায়েজ হয়েছে এবং সেইটার টাকায় কিনা ফোন ও তো জায়েজ হয়েছে এবং ব্যবহার করা সহ সব ⁉️ এবং যদি বলতে নি আরো বলতে পারবো কিন্ত বলিনাই বেশি বলা হবে তাও অনেক কথায় বলেছি মনে হচ্ছে প্রশ্ন দেখে। এবং আবারো এখন মাফি চাচ্ছি আগের প্রশ্নে ও চেয়েছি বেশি কথা বলার জন্য প্রশ্নের মধ্যে কেননা মনের মধ্যে ছিলো কথাগুলা তাই যতটুকু পেরেছি বলার বলেছি যেনো পরে কোন সন্দেহ বা চিন্তা না আসে এইটা বা ওইটা বা এমন ইত্যাদি কথা তো বলিনাই তো যাইহোক হুজুর এখন ধাপে ধাপে করেছি জিজ্ঞাসা বা প্রশ্নগুলা বুজতে বেগ কম পাবেন আশা করি এবং সমাধান দিতে ও সুবিধা হবে।

জাযাকাল্লাহ খায়ের। 

by (25 points)
edited by

হুজুর আগের প্রশ্নে কথা বেশি বলছি আর বড় হয়েছে কারন আমি দুলাভাই এর পর ফোন যে নিচি আমার ফোন যে দিয়েছি এবং পরে যে বিক্রি ও করেছি দুলাভাই এর ফোন যেইটা আমাকে দিয়েছে এবং finally যে আমি ওই টাকা দিয়ে ফোন ও কিনেছি সাথে আরো টাকা তো অবশ্য অ্যাড আছেই কারন ফোন এর দাম চার্জার সহ ৪০৬০০ টাকা আর দুলাভাই এর আগের ফোন যেইটা আমাকে দিয়েছে যেহেতু অনি নতুন ফোন কিনেছে,তো অনার ওই ফোন বিক্রি করি আমি ৯০০০ টাকায়, ৮০০০ টাকাই আমরা জানতাম বিক্রি করতে পারবো (কয় দোকান ঘুরে বিক্রি করছি সেইটা বলার তো কিছু নেই এইখানে) তো যখন বিক্রি করি  কথা বলে যেইখানে বিক্রি করেছি সেইখানে ৯০০০ হাজার এ বিক্রি করেছি কিছুটা convence করেই যেন দাম বাড়াইয়া দেই আর ফোন এর অবস্থা ও ভালো ছিলো আমার আগের প্রশ্ন গুলায় বলা আছে এই বিষয় এ ও কিছুটা তো দেখবেন কথাগুলা আবারো তাহলে বুজবেন আশা করি,তো তাই আর কি উপরের আজকের করা এই প্রশ্নের মধ্যে যে লিংক উল্লেখ করেছি আগের করা প্রশ্নের তার মধ্যে কথা বেশি বলে ফেলছি  ছোট ছোট কথা গুলা ও হয়ত বলেছি প্রশ্নের মধ্যে। 

1 Answer

0 votes
by (632,880 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না ।
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন। https://courses.iom.edu.bd/courses/waswasa

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...