উস্তাদ আমি ধাপে ধাপে করেছি প্রশ্ন যেন বুজতে সুবিধা হয়।
https://ifatwa.info/115147/ এইযে আগের আমার করা প্রশ্ন এর লিংক , হুজুর exchange করি যাই করি ওইটা ব্যাপার না আর এমন তো না আমার বোন এর বাচ্চাদের কিনা ফোন যেইটা আমি নিয়েছি মুল মালিক তো আমার দুলাভাই যাইহোক আমি এই নিয়ে বলতে গেলে বা বলতে নিলে আবারো হয়ত বেশি বলে ফেলবো। আমার কথা হচ্ছে আমি কিন্ত সরাসরি বিক্রি করার আগে এবং ফোন নিয়ে নেওয়ার আগে আমার দুলাভাই থেকে অনুমতি নি নাই যে আমি নিচ্চি এই ফোন বা আপনার এই ফোন নিচ্চি এবং বিক্রি করার আগে ও যে বিক্রি করবো ইত্যাদি কোন কিছু বলিনাই কিন্ত ফোন বিক্রি করার পরে জানছে আমি ওইটা বিক্রি করেছি যেইভাবেই জানুক জানছে আমি আমার বোন এর সাথে কথা বলতাছিলাম আমি যে নতুন ফোন কিনেছি দুলাভাই এর ওইটা ও যে বিক্রি করেছি ইত্যাদি ফোন বিষয় এ তখন শুনছে হয়ত এর পরে জিজ্ঞাসা করে ফোন নিয়ে যে আমি নাকি বা আমজ নাকি কি ফোন কিনছি নতুন ইত্যাদি কথা ফোন এর জিজ্ঞাসা করে এখন আমি বলছি নাকি আমার বোন বলছে যে ওনার ফোন ওইটা বিক্রি করেছি সহজ ভাবে যেই বলুক জানছে কোন একভাবে তো ফোন বিক্রি করার পরে দুলাভাই জানার পরে কোন আপত্তি করেন নাই যে কেনো বিক্রি করেছি বা অনার অনুমতি নিয়েছি কিনা ইত্যাদি কোন objection দেইনাই স্পষ্ট ভাষাই মানে মুখ দিয়ে কথা বলে যেমন তেমন তো মনে কোন objection/আপত্তি থাকলে ও সেইটা তো আমি বলতে পারবো না আল্লাহ তায়ালা সেইটা ভালো জানেন তো যেহেতু ফোন টা কিভাবে নিচি ও আমার আগের ফোন টা যে দিয়ে দিয়েছি বোন এর বাচ্চাদের ব্যবহার এর জন্য সবি আমার প্রথম প্রশ্নেই যতটুকু পেরেছি উল্লেখ করেছি দেখবেন আবারো উত্তর দিতে সুবিধা হবে তো তাই আমাকে শুধু বলবেন আমার ফোন ক্রয় করা এর পরে নতুন ফোন কিনা এবং এখন তো ব্যবহার ও করতাছি সবি তো আমার জন্য জায়েজ ছিলো বা জায়েজ হয়েছে বা জায়েজ আছে কি ঠিক⁉️
আরেকটা প্রশ্ন : আমার আগের ফোন যেইটা আমার বোন এর বাচ্চাদের বা বোন এর কাছে দিয়ে দিচি মনে করেন ফোন এ যদি কোন ক্রুটি বা সমস্যা থাকে আমি না বলি এর পরে যে আমি আমার দুলাভাই এর ফোন বিক্রি করেছি এবং এখন সেইটার টাকার অংশ দিয়ে ফোন কিনে সেইটা ব্যবহার করতাছি এইটা আমার জন্য জায়েজই তো আছে ⁉️তো জায়েজ হলে ফোন পরবর্তী তে আমি বিক্রি থেকে শুরু করে যাবতীয় সবি তো জায়েজ হবে এবং জায়েজই আছে আমার জন্য। কারন আমি তো আমার ফোন আর টাকা দিয়ে ওদের কে দিনাই। এবং আমার আগের ফোন আমি ব্যবহার বা used কিনি এখন হিসাব করলে বা বলতে গেলে 3rd hand হয়েছে আমার হাত থেকে ওদের হাতে যখন গেসে আমার উপরের আগের প্রশ্ন গুলা হয়ত আমি সেইগুলা বলেছি সাথে ওদের বাবার মানে আমার দুলাভাই এর যেই ফোন আমি নিয়েছি সেইটা কিছুটা অবস্থা বলেছি কিছু লাইন দেখলেই বুজবেন।
আর শেষ আরেকটা প্রশ্ন: আমার দুলাভাই এর ফোন বিক্রি করার সময় আমাকে যখন showroom এর লোক যার সাথে কথা হচ্চিল সে জিজ্ঞাসা করে ফোন কেমন আমি বলি সব ঠিক আছে দেখে বা চেক করে নেন আমি এইটা বলিনাই hang বা লেক করে মাজে মধ্যে আমি যখন ব্যবহার করেছি কিন্ত পুরোপুরি সঠিক বলা মুস্কিল কিন্ত তাও বলি আমি বেশি storage game বা পাওয়ারফুল গেম আছে না playstore এ জানেনি তো ওইগুলা খেলতে গিয়ে কিছুটা hang বা লেক বা লেগ পেয়েছি অনন্য অ্যাপ ব্যবহার করতে ও হয়ত পেয়েছি মোটে ও পাইনাই বললে ভুল হতে পারে কিন্ত hang lag যে পেতাম এইসব আমি বলিনাই ফোন বিক্রি করার সময় তো ফোন বিক্রি করার পরে (বাসায় আসার পরে বা বাসার আসার কিছু সময় বা কিছু বা হয়ত ১/২/৩ দিন পরে বা এর মধ্যে আমার মাথায় এইগুলা নিয়ে ও চিন্তা গুরপাক খাই বা খাওয়া শুরু হয়) যেমন টা আমার উপরের লিংকে আমার দুলাভাই বলছে hang এর কথা তা দেখবেন আবারো উপরের লিংক এ গিয়ে তাহলে আশা করি বুজবেন কথা গুলা আমার কিছুটা কিন্ত উস্তাদ ওনারা হচ্ছে অভিজ্ঞ যাদের কাছে বিক্রি করেছি বুজেনি তারা display,camera,touch,sound ইত্যাদি এইগুলা চেক করে নিয়েছে যেমন দোকানে বিক্রি করার সময় করে বলতে পারেন তো সব ঠিকঠাক আছে আর ফোন এর factory reset করার পরে বা সব data erase করার পরে কিন্ত ফোন নতুন যখন কিনলে তখন যেমন থাকে ফোন এর অবস্থা বা performance তেমন কিছুটা হয়ে যাই, পুরোপুরি আর যদি বলি ও যে নতুন কিনলে যেমন থাকে তেমন হবে used phone বিক্রি করার পরে factory reset বা data erase করলে সবটা এইটা বললে ভুল ও হতে পারে কারন আমার তেমন এইটার ব্যাপারে জানা নেই আর আমি তো অভিজ্ঞ বা মোবাইল শপ এ কাজ করিনা তাদের এইগুলা জানা থাকে ব্যাসিকালি জানেনি তো আমার আগের যেই ফোন আমার বোন বা বোন এর বাচ্চাদের দিয়েছি ওইটা ও সেম যেহেতু আমি ও দুলাইভাই এর ব্যবহার করা এবং আমার ব্যবহার করা ওদের দিয়েছি আমি নিয়েছি এবং বিক্রি করেছি এবং এইটা ও সত্যি আমার আগের ফোন টা আর আমার দুলাভাই এর থেকে নেওয়া ফোন টা ব্যবহার করে মজাই আছে market e official দাম যেইটা গুগুলে দেখেছি তা হচ্ছে আমার আগের ফোন এর দাম ১৪-১৫০০০ টাকা আর দুলাভাই আগের ফোন যেইটা আমি নিয়েছিলাম সেইটার দাম হচ্ছে ১৭_১৮০০০ টাকা। এবং আমার আগের ফোন টা আর দুলাভাই এর আগের ফোন performance বলতে গেলে সেম বা প্রায় সেম যেহেতু আমি ব্যবহার করেছি এইগুলা বুজি কিছুটা হলে ও। তো আমার এই কথা গুলার আলোকে প্রশ্ন হচ্ছে আমার দুলাভাই এর ফোন যেইটা আমি নিয়েছি এবং সেইটা বিক্রি করা তো জায়েজ হয়েছে এবং সেইটার টাকায় কিনা ফোন ও তো জায়েজ হয়েছে এবং ব্যবহার করা সহ সব ⁉️ এবং যদি বলতে নি আরো বলতে পারবো কিন্ত বলিনাই বেশি বলা হবে তাও অনেক কথায় বলেছি মনে হচ্ছে প্রশ্ন দেখে। এবং আবারো এখন মাফি চাচ্ছি আগের প্রশ্নে ও চেয়েছি বেশি কথা বলার জন্য প্রশ্নের মধ্যে কেননা মনের মধ্যে ছিলো কথাগুলা তাই যতটুকু পেরেছি বলার বলেছি যেনো পরে কোন সন্দেহ বা চিন্তা না আসে এইটা বা ওইটা বা এমন ইত্যাদি কথা তো বলিনাই তো যাইহোক হুজুর এখন ধাপে ধাপে করেছি জিজ্ঞাসা বা প্রশ্নগুলা বুজতে বেগ কম পাবেন আশা করি এবং সমাধান দিতে ও সুবিধা হবে।
জাযাকাল্লাহ খায়ের।