السلام عليكم و رحمة الله و بركاته
উস্তায আমি স্বপ্নে দেখি আমরা গ্রামের বাড়ি গিয়েছি। যাওয়ার পরে ব্যাগ কেবল আনার রুমে রেখেছি তখন আমার দুইজন কাজিন (চাচাত বোন) আমাকে দেখার জন্য রুমে আসে। এর মধ্যেই আমার ফুফু খুব দ্রুত আসতেছে আর বলতেছে মনা কেমন আছিস? তোকে কতো দিন ধরে দেখি না! এটা বলতে বলতে আমার রুমে পা রাখবে এরমধ্যেই সজাগ হয়ে গিয়েছি। তখন সকাল, সাহরীর পরে স্বপ্নটি দেখেছি
বি.দ্র. আমার ফুফুকে অনেক সুন্দর এবং শক্তিশালী দেখেছি। আমার ফুফু মৃত্যুর সময় বয়স ছিল ৯৫+। চামড়া কুচকানো, কিছু কুজো এবং দুর্বল ছিলেন, খুব আস্তে আস্তে হাটতেন। ফুফু মারা গেছেন ৫ বছরের মতো। কিন্তু স্বপ্নে দেখেছি ফুফুর বয়স ৫৫-৬৫ এর মতো হবে হয়ত।
এ স্বপ্নের ব্যাখ্যা এবং আমার করণয় জানতে চাচ্ছি।