আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
45 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
মোবাইলে রেকর্ড আযান শুনার সময় কি দুরুদ নবিজির নামে দুরুদ পড়তে হবে?
মাইকে হুজুর যখন দুরুদ এ ইব্রাহিম পড়ে নবিজির নাম শুনলে কি দুরুদ পড়তে হবে

আযানের জবাব
এ ,,,,,,,,,,,,,,,,এক্স,,এক্সক্সক্সক্সক্স,,,,,,,,,,,,,,,,,,,,,

1 Answer

0 votes
by (632,880 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রেকর্ড তিলাওয়াত শ্রবণের সময় তিলাওয়াতে সিজদা শ্রবণ করলে, তিলাওয়াতে সিজদা ওয়াজিব হবে না। কেননা তিলাওয়াতে সিজদা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান কোনো ব্যক্তির কাছ থেকে তিলাওয়াত শ্রবণ করা। যেহেতু রেকর্ড তিলাওয়াতে যিনি তিলাওয়াত করছেন, তিনি সেই মুহূর্তে জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি নয়, তাই তখন তিলাওয়াতে সিজদা ওয়াজিব হবে না।
بخلاف السماع من الببغاء والصدى فإن ذلك ليس بتلاوة وكذا إذا سمع من المجنون ؛ لأن ذلك ليس بتلاوة صحيحة؛ لعدم أهليته لانعدام التمييز .(بدائع الصنايع ،کتاب الصلاۃ،فصل بیان من تجب علیہ سجدۃ التلاوۃ:2/266) واللہ اعلم
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/95814


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মোবাইলে রেকর্ড আযান শুনার সময় নবিজির উপর দুরুদ পড়াকে সুন্নত বলা যাবে না।

মাইকে দুরুদে ইব্রাহিম পড়লে, তখন নবিজির উপর দুরুদ পড়া উচিত। যদিও মাইক নিয়ে বিতর্ক রয়েছে। হ্যা, অধিকাংশ আলেম মাইকের আওয়াজকে রেকর্ড বিবেচনা করেননা। 

الفقه الإسلامي وأدلته للزحيلي:
"سادسًا: أن يكون المؤذن مسلماً عاقلاً (مميزاً)، رجلاً، فلايصح أذان الكافر.
والمجنون والصبي غير المميز والمغمى عليه والسكران؛ لأنهم ليسوا أهلاً للعبادة، ولا يصح أذان المرأة؛ لحرمة أذانها ولأنه لا يشرع لها الأذان، فلا تصح إمامتها للرجال، ولأنه يفتتن بصوتها؛ ولا يصح أذان الخنثى، لأنه لا يعلم كونه رجلاً.

وهذا شرط عند المالكية والشافعية والحنابلة. ويقرب منهم مذهب الحنفية، لأنهم قالوا: يكره تحريماً أذان هؤلاء الذين لم تتوافر فيهم هذه الشروط، ويستحب إعادته. وعلى هذا: يسن عند الحنفية: أن يكون المؤذن رجلاً عاقلاً تقياً عالماً بالسنة وبأوقات الصلاة. ولا يشترط عند الجمهور (غير المالكية) البلوغ والعدالة، فيصح أذان الصبي المميز، والفاسق، لكن يستحب أن يكون المؤذن بالغاً أميناً، لأنه مؤتمن يرجع إليه في الصلاة والصيام، فلا يؤمن أن يغرهم أذانه إذا لم يكن كذلك."(كتاب الصلوة، الفصل الثالث الاذان والاقامة، شروط الاذان، ج:1، ص:599، ط:مكتبه رشيديه)

" فتاوى اللجنة الدائمة " ( 6 / 66 ، 67 ) .
"وقد قرر " مجلس المجمع الفقهي الإِسلامي برابطة العالم الإسلامي " ، الدورة التاسعة – في مكة المكرمة - من يوم السبت لعام 1406هـ ما يلي :

إن الاكتفاء بإذاعة الأذان في المساجد عند دخول وقت الصلاة بواسطة آلة التسجيل ، ونحوها : لايجزئ ، و لايجوز في أداء هذه العبادة، و لايحصل به الأذان المشروع ، و أنه يجب على المسلمين مباشرة الأذان لكل وقتٍ من أوقات الصلوات ، في كلّ مسجدٍ ، على ما توارثه المسلمون من عهد نبيّنا ورسولنا محمد صلى الله عليه وسلم إلى الآن.والله أعلم."


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...