ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিনদির পর অল্প অল্প করে রক্ত আসলে দশদিন পর্যন্ত সম্পূর্ণ দশ দিনকেই হায়েয হিসেবে গণনা করা হবে।এই দশদিন ইবাদত না করার জন্য আপনি গোনাহগার হবেননা।কেননা সম্পূর্ণ দশ দিনই তো হায়েয।হায়েযের জন্য লাগাতার ধারাবাহিক ভাবে রক্ত আসা শর্ত নয়,বরং মাঝেমধ্যে বন্ধ হয়ে আবার আসলেও সেটাকে হায়েয হিসেবেই গণ্য করা হবে।
কিতাবুল-ফাতাওয়া-২/১০৮
وليس الشرط دوامه،فانقطاعه في مدته كنزوله
হায়েযের জন্য লাগাতার ধারাবাহিক দশদিন রক্ত আসা শর্ত নয়।বরং দশদিনের ভিতর মাঝেমধ্যে আসাটাও ধারাবাহিক রক্ত আসার সমপর্যায়ের।(হাশিয়াতু-তাহতাবী-৭৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1276
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কারো হায়েয ৩/৪ দিন থাকার পর যদি দেখা যায় যে, ৫,৬,৭ দিনের দিনে রক্ত বা কোনো প্রকার স্রাব দেখা যায় না, তবে ৮/৯ দিনের দিনে রক্তস্রাব দেখা যায়। তাহলে এই সম্পূর্ণ ক'দিনই হায়েয বলে গণ্য হবে।
৫,৬,৭ নাম্বার দিনগুলোতেও রোজা রাখা যাবে না বরং এই দিনগুলো হায়েয হিসেবে গণ্য হবে। বরং সাদা স্রাব না দেখা পর্যন্ত অপেক্ষা করবে।