Assalamualaikum.
আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম এমন যে,
ধরেন মমিন নামে বাংলাদেশি একজনের Europe এর কোনো দেশে যাওয়ার সুযোগ হইছে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এমতাবস্থায় তার যাওয়া কি ঠিক হবে কিনা মানে দ্বিধায় ভুগছে ( মানে ট্রাই করার আগেই দ্বিধায় ভুগছে) কারন
১. পশ্চিমা দেশ গুলো তো কাফেরদের দেশ, সেখানে তাদের সংস্কৃতির মধ্যে দ্বীন মানা তো কঠিন হবে, দৃষ্টির হেফাজতই তো করা যাবে না। বাংলাদেশে থেকেই কত হারামের সংস্পর্শে চলে আসতে হয় আর বিদেশে তো ইমান নিয়ে চলাই দূরুহ ব্যাপার।
২. তার মনে হয় বার বার, যে আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকে বাংলাদেশে ( ইসলামিক দেশ) মুসলিম সমাজে মনোনিত করেছেন , এখন যদি বিদেশে যাওয়া হয় তাহলে কি সীমা লঙ্ঘন হয়ে যায় না। বিদেশে তো মুসলিম কমিউনিটি খুবই স্বল্প পরিসরে বিস্তৃত, সেখানে ইসলাম চর্চা তো খুবই কঠিন, তার মনে ভয় বিদেশি সংস্কৃতির সাথে চলতে চলতে মিশতে মিশতে মডারেট মুসলিমে পরিনত না হয়ে যায়।
৩. তার চেষ্টা না করার আরেকটি কারন হচ্ছে, তার এমনটা মনে হয় জীবন তো একটাই পরিবারের আপন মানুষদের থেকে দূরে যাওয়া কি ঠিক হবে কিনা ( যদিও পরিবারের সবাই চায় মমিন যেন বিদেশে যায়।
Europe যাওয়ার উদ্দেশ্য Post graduate করবে এবং প্রধান উদ্দেশ্য উন্নত কর্মসংস্থান
★আরেকটা প্রশ্ন হচ্ছে, মমিন মনে করে তার রিজিক বাংলাদেশে যা বরাদ্দ , দুনিয়ার যেকোনো যায়গায় সেম তাই তার জন্য বরাদ্দ।
কিন্তু সমাজ পরিবার মনে করে বিদেশ গেলে রিজিকে বরকত আসবে বৃদ্ধি পাবে। অনেকের ভাগ্য পরিবর্তনও হচ্ছে ( কিন্তু পরিবার শুধু রিজিক বলতে টাকা ইনকামকেই বুুঝে এটা বুঝতে চায় না যে টাকা পয়সা রিজিকের সর্বনিম্ন স্তর) ।
এই পরিস্থিতিতে বাংলাদেশে মমিনও অনেকটাই স্ট্রাগল করছে, সেও দ্বিধায় পড়ে যাচ্ছে কি করা উচিত তার এখন।