আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
40 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
edited by
Assalamualaikum.
আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম এমন যে,
ধরেন মমিন  নামে বাংলাদেশি একজনের Europe এর কোনো দেশে যাওয়ার সুযোগ হইছে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এমতাবস্থায়   তার যাওয়া কি ঠিক হবে কিনা মানে দ্বিধায় ভুগছে ( মানে ট্রাই করার আগেই দ্বিধায় ভুগছে) কারন
১. পশ্চিমা দেশ গুলো তো কাফেরদের দেশ, সেখানে তাদের সংস্কৃতির মধ্যে দ্বীন মানা তো কঠিন হবে, দৃষ্টির হেফাজতই তো করা যাবে না। বাংলাদেশে থেকেই কত হারামের সংস্পর্শে চলে আসতে হয় আর বিদেশে তো ইমান নিয়ে চলাই দূরুহ ব্যাপার।
২. তার মনে হয় বার বার, যে আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকে বাংলাদেশে ( ইসলামিক দেশ) মুসলিম সমাজে মনোনিত করেছেন , এখন যদি বিদেশে  যাওয়া হয় তাহলে কি সীমা লঙ্ঘন হয়ে যায় না। বিদেশে তো মুসলিম কমিউনিটি খুবই স্বল্প পরিসরে বিস্তৃত, সেখানে ইসলাম চর্চা তো খুবই কঠিন,  তার মনে ভয় বিদেশি সংস্কৃতির সাথে চলতে চলতে মিশতে মিশতে মডারেট মুসলিমে পরিনত না হয়ে যায়।
৩. তার চেষ্টা না করার আরেকটি কারন হচ্ছে, তার এমনটা  মনে হয় জীবন তো একটাই পরিবারের আপন মানুষদের থেকে দূরে যাওয়া কি ঠিক হবে কিনা ( যদিও পরিবারের সবাই চায় মমিন যেন বিদেশে যায়।

Europe যাওয়ার উদ্দেশ্য Post graduate করবে এবং প্রধান উদ্দেশ্য  উন্নত কর্মসংস্থান

★আরেকটা প্রশ্ন হচ্ছে, মমিন মনে করে তার রিজিক বাংলাদেশে যা বরাদ্দ , দুনিয়ার যেকোনো যায়গায় সেম তাই তার জন্য বরাদ্দ।

কিন্তু সমাজ পরিবার মনে করে বিদেশ গেলে রিজিকে বরকত আসবে বৃদ্ধি পাবে। অনেকের ভাগ্য পরিবর্তনও হচ্ছে ( কিন্তু পরিবার  শুধু রিজিক বলতে টাকা ইনকামকেই বুুঝে এটা বুঝতে চায় না যে টাকা পয়সা রিজিকের সর্বনিম্ন স্তর) ।
এই পরিস্থিতিতে বাংলাদেশে মমিনও অনেকটাই স্ট্রাগল করছে, সেও দ্বিধায় পড়ে যাচ্ছে কি করা উচিত তার এখন।

1 Answer

0 votes
by (632,880 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিম দেশে বসবাস, স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যখন এ এমন আলোচনা আসে, তখন তাদের ধর্মীয় নিয়ম নীতি বা তাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসে?
তাছাড়া হাদীসে এসেছে,
আবু দাঊদ শরীফে হযরত সামুরা ইব্ন জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ স. ইরশাদ করেন :
ﻣﻦ ﺟﺎﻣﻊ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﺳﻜﻦ ﻣﻌﻪ، ﻓﺎﻧﻪ ﻣﺜﻠﻪ –
“যে ব্যক্তি অমুলিমদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সেও তাদের অনুরূপ হবে”। (আবু দাঊদ, কিতাবুদ্দাহায়া) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3447

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি দাওয়াত ও তাবলীগের দৃঢ়প্রত্যয় নিয়ে অমুসলিম দেশে অস্থায়ী/ স্থায়ীভাবে বসবাস করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...