আসসালামু আলাইকুম।
আমি আজকে স্বপ্ন দেখি আমি মাছের বড় বড় টুকরো বেসিনে পরিস্কার করছি।টুকরো ৩ টা,মাথাও ছিল সম্ভবত। কিন্তু টুকরোগুলো খুব বড়,একটাকে কাটলে আরও অনেকগুলো টুকরো হবে এমন।আমি পরিস্কার পানিতে খুব ভালোভাবে এগুলো পরিস্কার করছিলাম, বেসিনের জায়গাটাও খুব সুন্দর ছিল।এই স্বপ্নতেই আমি একটা বড় বিল্ডিং দেখি যেটা অফিসিয়াল কোনো কাজের মনে হয়েছে,অনেক বড়,উঁচু,অনেক জানালা। এই বিল্ডিং এর ভেতরে আমি ছিলাম কিনা সেটা মনে নেই।
এই স্বপ্নের ব্যাখ্যা কি?