আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
326 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

অনেক সময় কারো কবর খুরতে গিয়ে দেখা যায় ওখানে আগের একটা লাশ আছে/ বা অন্য কিছু যার ফলে কবর দেয়া হয় না।
এটা কি কোনো কিছুর লক্ষ্মণ?

এ বিষয়ে জানান।
জাজাকাল্লাহ খাইরান
বারাকাল্লাহু ফীক

1 Answer

0 votes
by (598,440 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
 عن أبي هريرة، يقول: قال رسول الله صلى الله عليه وسلم: «لا عدوى ولا طيرة، ولا هامة ولا صفر، وفرمن المجذوم كما تفر من الأسد»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আল্লাহর হুকুম ব্যতীত কোনো রোগ সংক্রামক হতে পারে না।কুলক্ষণ বলতে কিছু নেই।পাখী উড়ানোতে সুলক্ষণ-কুলক্ষণের কোনো পরিচয় নেই।সফরের মাস অশোভিত বলতে কিছু নেই।তোমরা কুষ্ঠ রোগী থেকে ঠিক সেভাবে পলায়ন করো যেভাবে সিংহ থেকে পলায়ন করা হয়।(সহীহ বুখারী-৫৭০৭)


কুলক্ষণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
“যখন তাদের (ফিরআউন ও তার প্রজাদের)
কোনো কল্যাণ দেখা দিত তখন তারা
বলত, এটা আমাদের জন্য হয়েছে। আর
যদি কোনো অকল্যাণ হতো, তারা তখন
মূসা ও তার সাথীদের অলুক্ষণে বলে
গণ্য করত”। [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৩১]


আরবরা যাত্রা ইত্যাদি কাজের
প্রাক্কালে পাখি উড়িয়ে দিয়ে
তার শুভাশুভ নির্ণয় করত। পাখি ডান
দিকে গেলে শুভ মনে করে সে কাজে
নেমে পড়ত। আর বাম দিকে গেলে অশুভ
মনে করে তা থেকে বিরত থাকত।
এভাবে শুভাশুভ নির্ণয়ের বিধান
প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, “কুলক্ষণে বিশ্বাস
করা শিরক”। [সুনান আবু দাউদ; তিরমিযী;
মিশকাত, হাদীস নং ৪৫৮৪]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কবর খুরতে গিয়ে ওখানে আগের কোনো লাশ বা অন্য কিছু থাকার ফলে যদি কবর দেয়া না যায়,তাহলে তাতে কুলক্ষণ বলা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...