আসসালামু আলাইকুম
প্রিয় মহাতারাম ,আমি পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যাই, পাসপোর্ট অফিসে গিয়ে প্রয়োজনের কাগজপত্র নিয়ে যায়, যেগুলো নিয়ে যায় সেগুলো দিয়েই যথেষ্ট। কিন্তু তারা বিভিন্ন কাগজপত্র চাওয়ার জন্য চাহিদা করে।
যার মধ্যে কিছু কাগজ আমার দেওয়া সেই মুহূর্তে সম্ভব নয়।অথবা তারা ১১০০ টাকা নিয়ে হয় কাগজপত্র দিয়েই পাসপোর্ট সাবমিট করে নেয়।
এখন প্রশ্ন হচ্ছে এটাতো আমার ভুল হয়ে গেল, ওই অবস্থায় আমি প্রায় বাধ্য। এখন একি আমার গুনাহ হয়েছে, আর যদি হয়ে থাকে, তবে এই কিভাবে মাফ পেতে পারি?