এক ভাই এর প্রশ্ন,ভাইটি বয়সন্ধিকালের শুরুর দিকে তার মায়ের সাথে ঘুমায় এবং রাতের বেলা সে তার মাকে কাপড়বিহিন স্কিনে স্পর্শ করে।কিছুক্ষন স্পর্শ করতে করতে সে উত্তেজিত হয়ে যায় এবং এক পর্যায়ে লজ্জাস্তানের ভিতরে হাত চলে যায়,সে সময় তার লিংগ দাঁড়িয়ে যায় সে প্রচুর যৌন উত্তেজনা অনুভব করে।যখন হাত দিয়ে স্পর্শ করেছিল শুরুতে উত্তেজনা ছিল না সম্ভবত(অনেক আগের ঘটনা মনে নাই তার),সে জ্বিনে আক্রান্ত রোগি (যদিও সেন্স ছিল) কিন্তু অনেক শাহাওয়াত ছিল এবং অশ্লীল কাজ থেকে বাচতে পারত না, অনেক ওয়াসওয়াসায় আক্রান্ত ছিল এবং সে বর্তমানে উক্ত ঘটনার কারনে লজ্জিত।তার বাবা মার কি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে?