আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্প্রতি দু-তিন দিন আগে আমার এক বন্ধু মারা গিয়েছে। তাই এই রমাদানে তার জন্য সাওয়াবের উদ্দেশ্য আমরা কিছু গরিব, পথচারীদের ইফতার করানোর চেষ্টা করবো ভাবছি। তাই সব বন্ধুরা মিলে একটা ডোনেশন ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি। আমি ভাবছিলাম যে আমাদের ফিতরার টাকাটা সেই ফান্ডে দিয়ে দিব। তবে যে বন্ধু মারা গিয়েছে তার পরিবার মোটামুটি স্বচ্ছল। তাই এক্ষেত্রে যদি ফান্ডের টাকার সাথে যদি আমার ফিতরার টাকাটা অ্যাড করে ফিতরা আদায়ের চেষ্টা করি তা জায়েয হবে কি নাহ?