আমি হায়েজ এর রক্তের লাল রঙ এর দিন থেকে যদি হায়েজ ধরি, তাহলে এই হিসেব অনুযায়ী প্রায় ৮ দিন আমার হালকা লাল রঙের স্রাব যায়।কিন্তু যদি হলদে রঙের স্রাব থেকে হিসেব ধরি তাহলে তো এভাবে ১০ দিন এর উপরেই হয়তো হালকা লাল রঙ দেখা যেতে পারে।
এই রমজানে আমি লাল রঙ দেখেই হায়েজ হিসেব করেছি এই অনুযায়ী রোজা ও নামাজ ভেঙেছি।এখন ৬ দিনের দিনও হালকা লাল রঙ এর স্রাব দেখা যাচ্ছে।
এখন কি আমি হলদে রঙ এর স্রাব যেদিন থেকে হয়েছে সেদিনের হিসেব অনুযায়ী ১০ দিন হায়েজ ধরবো?
আমার সঠিক মনে নেই হলদে স্রাব কোনদিন থেকে শুরু হয়েছে।সাধারণতই আমার স্রাব সবসময় ই হালকা হলদে থাকে। আবার এই রমজানে ডাক্তার বলেছে আমার অনেক বেশি ইনফেকশন এর সমস্যা হয়েছে।
গাঢ় হলদে এই স্রাব হায়েজের লাল রক্তের দুদিন আগেই হয়তো দেখেছি। এখন হায়েজের নাকি ইনফেকশনের জন্য বুঝতে পারছিনা।