আল্লাহ ও তাঁর রাসূল জান্নাতবাসীদের কুরআন তেলাওয়াত করে শুনাবেন মর্মের বর্ণনাগুলোর কোনটি যঈফ আবার কোনটি জাল (যঈফুল জামে‘ হা/১৮৩৪, ৪১৫৮ যঈফাহ হা/১২৪৮, ৩২৮২)
দাউদ (আঃ) আল্লাহর নির্দেশে জান্নাতে তাঁর প্রশংসা করে গান গাইবেন মর্মে বর্ণিত বর্ণনাটিও দুর্বল (মুসনাদু আবদ বিন হুমাইদ হা/৮৫১; যঈফুত তারগীব হা/২১৮৪)।
তবে জান্নাতে হূরগণ গান গেয়ে শুনাবে।
সেই গানের নমুনা নিম্নরূপঃ
نحن الخيرات الحسان
أزواج قوم کرام
ينظرن بقرة أعيان
অর্থাৎ, আমরা সচ্চরিত্র সুন্দরী দল, সম্মানিত সম্প্রদায়ের স্ত্রী। যে স্ত্রীরা শীতল নজরে দৃষ্টিপাত করবে। অন্য শব্দে -
نحن الحور الحسان
خبئنا لأزواج کرام
نحن الحور الحسان
هدينا لأزواج کرام
অর্থাৎ, আমরা হুরী সুন্দরী, সম্মানিত স্বামীদের জন্য গুপ্ত আছি। আমরা হুরী (সুনয়না) সুন্দরী, সম্মানিত স্বামীদের জন্য উপহার।
نحن الخالدات فلا يمتنه
نحن الآمنات فلا يخفنه
نحن المقيمات فلا يظعته
অর্থাৎ, আমরা সেই চিরস্থায়ী রমণী, যারা কখনই মারা যাবে না, আমরা সেই নিরাপদ রমণী, যারা কখনই ভয় পাবে না, আমরা সেই স্থায়ী বসবাসকারিণী, যারা কখনই চলে যাবে না। (সঃ জামে ১৫৫৭, ১৫৯৮নং)
(ছহীহুত তারগীব হা/৩৭৪৯; ছহীহুল জামে‘ হা/১৫৬১)।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত বিষয়টি কুরআন হাদীসে নেই।
তবে আমরা আশা করতে পারি যে আমাদের সকলকে দাউদ (আ) ,এরপর নবী মুহাম্মদ (স) এবং আল্লাহ তায়ালা তেলাওয়াত করে শুনাবেন,ইনশাআল্লাহ।