Assalamualaikum.
আমাদের এলাকায় একটা সংগঠন আছে, তারা দাওয়াতের কাজ করে। তবে তাদের দাওয়াত দিতে কিছু ভুল বা বিদাতও করে থাকে। কিন্তু তাদের সাথে থাকলে আমি দাওয়াতি কাজ করতে সহজ হয়, বা একটা মোটামোটি দ্বীনি সার্কেলে চলতে সহায়ক হয়।
গ্রামে কিছু মুসল্লীও বাড়ে, কিছুটা দ্বীনঅ বোঝে।।
এখন তারা যেহেতু বিদাত এবং কিছুটা ভুলের মধ্যে আছে, তাহলে কি তাদের সাথে থাকলে সমর্থন করার গুনাহ হবে?
যেমনটি কোন দলকে সমর্থন করলে, যারা ইসলাম বিরোধী কাজের সাথে সম্পৃক্ত তাদের গুনাহ ও আমাকে সম্র্থন করার কারণে গুনাহগার হতে হবে?
বি:দ্র: আমি তাদের এই সমস্ত ভুলভ্রান্তি গুলা ইসলাহ করার বা ধরিয়ে দেওয়ার মোটেই সামর্থ্য রাখি না।।।