আসসালামু আলাইকুম।
আমার দুই ভরি গোল্ড আছে।এছাড়া আমার অন্য কোন জমানো টাকা বা রূপা বা অন্য কোন সম্পদ নেই। যেহেতু আমি চাকরি করি তাই মাস শেষে আমার কাছে ২০০,৫০০এমন টাকা হাতে থাকে যদিও তা জমা থাকে না,শেষ হয়ে যায়। এখন আমার ক্ষেত্রে যাকাতের বিধান কি হবে??
জানালে খুব উপকৃত হবো।
জাযাকাল্লাহ খইরান।।