আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাদ দুইজন মানুষ অপরিচিত ছিলো। পরে তাদের মধ্যে দ্বীনের জন্য সম্পর্ক হয় (তেমন গভীর না) একটা সময় পর তারা একজন আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়া সাথে সাথে ফিল করে যার জন্য করে সেই ব্যক্তির সেই একই মূহুর্তে রুহ প্রশান্ত হয়ে যায়(যতবার দোয়া করে ততবারই) আবার একজন পেরেশানিতে থাকলে, কষ্টে থাকলে আরেকজন সেটা সেই একই মূহুর্তে বুঝতে পারে কারন তারও অস্থিরতা অশান্তি শুরু হয়ে যায়।ওস্তাদ এটা কি তাদের মধ্যে রুহ জগতের সম্পর্ক আছে? তাদের মধ্যে আত্মার সম্পর্ক আছে?