আসসালামুআলাইকুম,
আমি বর্তমানে ইতালীতে আছি।এখানে গর্ভবতী মহিলাদের চিকিৎসার বেশিরভাগ অংশই বিনা পয়সায় হয়।আমি যখন গর্ভবতী ছিলাম তখন ডাক্তার দৈনিক খাবারের রুটিন লেখে দিয়েছিল, যাতে আমি নিয়ম মাফিক খাবার খাই,তাহলে আর প্রেগন্যান্সি ডায়াবেটিস হবেনা।
প্রেগন্যান্ট অবস্থায় ডায়াবেটিস দুই বার পরীক্ষা করা হয়,তিন মাসে একবার, সাত মাসে একবার। প্রথম তিন মাসে আমি ডাক্তারের রুটিন মোতাবেক চলেছি ,তাই প্রথম তিন মাসের ডায়াবেটিস পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে, ডায়াবেটিস হয়নি আমার।
কিন্ত সাত মাসের সময় আমি ডাক্তারের রুটিন মোতাবেক চলিনি,খাবার পরিমাণে বেশি খেয়েছি,তাই ডায়াবেটিস পরীক্ষার রিপোর্টে এসেছে ,আমার ডায়াবেটিস আছে।
ডাক্তার আমাকে যেভাবে খাবার খেতে বলেছিল,আমি ডাক্তারের কথামত খাবার না খাওয়ার কারনে আমার যে ডায়াবেটিস হয়েছিল প্রেগনেন্সি অবস্থায়,ফলে ডায়াবেটিসের রোগী হওয়ার কারনে আমাকে সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় ডায়াবেটিস মেশিন দেওয়া হয়েছিল,প্রতিমাসে ডায়াবেটিসের কাঠি ,সুঁই দেওয়া হয়েছিল, আমি যেন খাবারের পর মেপে দেখি ডায়াবেটিসের পয়েন্ট কত হয় এবং তা কাগজে লিখে রাখতে বলে।এখন আমার প্রশ্ন হচ্ছে ,
(প্রশ্ন)আমি যদি ডাক্তারের কথামত খাবার খেতাম,তাহলে আমার আর ডায়াবেটিস হতোনা,সরকারের পক্ষ থেকে আমাকে আর বিনা পয়সায় ডায়াবেটিস মেশিন, কাঠি,সুঁই এগুলো দেওয়া লাগতনা।এখন আমি যে ডাক্তারের পরামর্শ মত চলিনি,না চলার কারনে রোগ হয়েছে,রোগ হওয়ার কারনে সরকারের লস করেছি,অর্থাৎ ডায়াবেটিস মেশিন,কাঠি,সুঁই এগুলো আমাকে দেওয়া লেগেছে।এখন আমি কি সরকারের ঋণের নিচে থাকব?সরকারের ফান্ডে কি ডায়াবেটিস মেশিন, কাঠি,সুঁই এর সমমূল্য টাকা ফেরত দিতে হবে?