সর্বোপরি মহান আল্লাহতালার কাছে আপনি অবিরত দোয়া চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা একদিন আপনার দোয়া কবুল করবে।
শরীয়তের বিধান অনুযায়ী হেবা পূর্ণ হওয়ার জন্য কবজা তথা হস্তগত হওয়া শর্ত,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু টাকা গুলো আপনার বাবা মা আপনার হাতে তুলে দেয়নি,আপনার আয়ত্তে দেয়নি,আপনি চাইলে সেই টাকাতে কোনো হস্তক্ষেপ করতে পারছেননা,বরং আপনার বাবা মাই হস্তক্ষেপ করতে পারছে,সুতরাং এক্ষেত্রে উক্ত টাকা গুলোর মালিক আপনার বাবা মা নিজেরাই।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে টাকা গুলোর যাকাত আপনার বাবা মার উপরে আসবে।
আপনার উপর নয়।
হাদীস শরীফে এসেছেঃ
عن عثمان وابن عمر وابن عباس رضي اللّٰہ عنہم أنہم قالوا: لا تجوز صدقۃ حتی تقبض۔ (رواہ البیہقي ۶؍۱۷۰، إعلاء السنن ۱۶؍۹۱ رقم: ۵۲۶۴ دار الکتب العلمیۃ بیروت)
সারমর্মঃ
হযরত উসমান রাঃ ,ইবনে ওমর রাঃ ইবনে আব্বাস রাঃ বলেন ছদকাহ জায়েজ নেই,কবজা করার আগ পর্যন্ত।
عن معاذ بن جبل وشریح رضي اللّٰہ عنہما أنہما کانا لا یجیزانہا حتی تقبض‘‘ اہـ۔ (رواہ البیہقي ۶؍۱۷۰، إعلاء السنن ۱۶؍۹۱ رقم: ۵۲۶۵ دار الکتب العلمیۃ بیروت)
সারমর্মঃ
হযরত মুয়াজ বিন জাবাল রাঃ এবং হযরত শুরাইহ রাঃ হেবার পূর্ণ হওয়ার ইজাযত দেননা কবজা করার আগ পর্যন্ত।
عن إبراہیم قال: الہبۃ لا تجوز حتی تقبض، والصدقۃ تجوز قبل أن تقبض۔ (المصنف لعبد الرزاق / باب الہبات ۹؍۱۰۷، التعلیقات علی الہدایۃ / کتاب الہبۃ ۶؍۲۳۸ مکتبۃ البشری کراچی)
সারমর্মঃ
হযরত ইবরাহীম রহঃ বলন জায়েজ নেই,কবজা করার আগ পর্যন্ত।
ছদকাহ জায়েজ আছে কবজার আগেই।