আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
১।পাচ ওয়াক্ত নামাজ আর জানাজা ছাড়া আর কোনো ফরজ নামাজ আছে কি?


২।বিতর আর ঈদের নামাজ ছাড়া আর কোনো ওয়াজিব নামাজ আছে কি?
৩।১২ রাকাআত সুন্নাতে মুয়াক্কাদা আর তারাবিহ নামাজ ছাড়া আর কোনো কি সুন্নাতে মুয়াক্কাদা নামাজ আছে কি?
৪।সুরা ফাতিহার সাথে যেকোনো সুরা মিলিয়ে যেকোনো নামাজ পরলে হবে নাকি ফরজ,ওয়াজিব,  সুন্নাতে মুয়াক্কাদা সুরা আছে

1 Answer

0 votes
by (606,750 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
পাঁচ ওয়াক্ত নামাজ ও কাজা নামাজ ফরজে আইন, আর জানাজা নামাজ ফরজে কিফায়াহ। 

ইহা ছাড়া ফরজ নামাজ নেই।

(০২)
বিতর, ঈদের নামাজ,মান্নতের নামাজ, তওয়াফের নামাজ, এগুলো ওয়াজিব।
ইহা ছাড়া ওয়াজিব নামাজ আছে বলে জানা নেই।

(০৩)
১২ রাকাআত সুন্নাতে মুয়াক্কাদা,তারাবিহ নামাজ ছাড়া,জুম'আর পরের চার রাকাত নামাজ, এগুলো সুন্নাতে মুয়াক্কাদা।।
ইহা ছাড়া সুন্নাতে মুয়াক্কাদা নামাজ আছে বলে জানা নেই।

(০৪)
আল্লাহ তা'আলা বলেন,
 فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ 
 কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ,ততটুকু পড়ো। সূরা-মুয্যাম্মিল-২০ 
 রাসূলুল্লাহ সাঃ বলেন-
 ( لا صَلاة لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ ) رواه البخاري (الأذان/714) ، 
 যে ব্যক্তি সূরায়ে ফাতেহা পড়লনা তার নামায-ই যেন হয়নি। সহীহ বুখারী;বাবুল আযান হাদীস নং৭১৪ 
 আল্লাহ তা'আলা বলেন,
 وَإِذَا قُرِىءَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 
 আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত নাযিল হয়।(সূরা আ'রাফ;২০৪)
 ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে
 وَتَجِبُ قِرَاءَةُ الْفَاتِحَةِ وَضَمُّ السُّورَةِ أَوْ مَا يَقُومُ مَقَامَهَا مِنْ ثَلَاثِ آيَاتٍ قِصَارٍ أَوْ آيَةٍ طَوِيلَةٍ فِي الْأُولَيَيْنِ بَعْدَ الْفَاتِحَةِ كَذَا فِي النَّهْرِ الْفَائِقِ وَفِي جَمِيعِ رَكَعَاتِ النَّفْلِ وَالْوِتْرِ. هَكَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ. 
 সূরায়ে ফাতেহা পড়া ওয়াজিব।(ফরয নামাযের) প্রথম দুই রাকা'তে সূরায়ে ফাতেহার সাথে অন্য একটি সূরা বা লাম্বা এক আয়াত অথবা ছোট্ট তিন আয়াত পরিমাণ সূরার কোনো অংশকে মিলিয়ে পড়া ওয়াজিব। নফল এবং বিতিরের সমস্ত রা'কাতে পড়া সূরায়ে ফাতেহার সাথে ভিন্ন সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। 
ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/৭১

নামাযের মধ্যে এক আয়াত পরিমাণ ক্বিরাত(কোরআনের যে কোনো অংশ থেকে) পড়া ফরয।আর প্রথম দুই রাকা'তে সূরায়ে ফাতেহা পড়া ওয়াজিব।সাথে সূরা মিলানো ও ওয়াজিব।(ফাতাওয়ায়ে দারুল উলূম-৩/১৯১)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সুরা ফাতিহার সাথে যেকোনো সুরা মিলিয়ে যেকোনো নামাজ পরলে হবে। 

ফরজ,ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা সুরা নেই।

তবে পরিমান গত বিষয় আছে।
তাহা হলো, নামাযের মধ্যে এক আয়াত পরিমাণ ক্বিরাত(কোরআনের যে কোনো অংশ থেকে) পড়া ফরয।আর প্রথম দুই রাকা'তে সূরায়ে ফাতেহা পড়া ওয়াজিব।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...