আমার এক নিকট আত্মীয় স্বল্প বেতনের চাকরি করে। কিন্তু তার অনেক ঋণ। এক জায়গা থেকে ঋণ নিয়ে অন্য জায়গার ঋণ পরিশোধ করে। কিন্তু এমন ভাবে চলাফেরা করে যেন তার কোন সমস্যা নেই। চাকরি থেকেও সম্ভবত সাসপেন্ড হয়েছে। তার সমস্ত সম্পদ (জমি, পুকুর, বাড়ি) বিক্রি করে দিলেও ঋণের অর্থের সমান হবে না। (এমনকি বাড়ির উপরেও সে লোন নিয়েছে, যার কারনে তার ওপর এখন কেস চলমান)। এমন পরিস্থিতিতে
১. সে কি যাকাত নিতে পারবে?
যদি পারে তবে,
২. তাকে না জানিয়ে যাকাতের টাকা কি তাকে দেওয়া যাবে?