গত মাসে মিসক্যারেজ ছিল ৫তাং। পরের মাসে মার্চের ৩তাং স্বাভাবিক ভাবে মিসক্যারেজ হয়। কিন্তু স্বাভাবিক রক্তপাত হয়নি। খুবই সামান্য। এতই সামান্য যে কোন ন্যাপকিন ব্যবহার করতে হয়নি। আজ প্রায় ১৩/১৪ দিন চলছে এখনও এমনই হালকা রক্তপাত চলছে। প্রচুর পরিমাণ কালো ব্লাড।তেমন গন্ধ নেই। বালেগা হওয়ার পর থেকে কখনো ৬/৭ দিনের বেশি হায়েজের সময় লাগেনি। এবারই প্রথম এতদিন ব্লিডিংয়ের। এখন জানতপ চাচ্ছি আমার এটার বিধান কি, এটা কি হায়েজ হিসাবে গণ্য হবে,নাকি ইস্তেহাযা, ইস্তেহাযা হলে কত তম দিন থেকে আমার ওপর ইস্তেহাযার বিধান চালু হয়েছে,নামাজ রোজার বিধান কি, আমি ২রোজা থেকে ১২রোজা পর্যন্ত রোজা রাখিনি। আর অপেক্ষা করতে না পেরে আজ দুদিন হলো রোজা রাখছি। কোরআন, নামাজ, রোজার বিধান জানতে চাচ্ছি। দয়া করে আমার সমস্যাকে ভালোভাবে গণ্য করে আমাকে সমাধান দিবেন। মুহতারামগণ।