আমার বাবা, আমার ভাইকে বিজনেস করতে ৪০ লাখ টাকা দিয়েছেন। এই টাকা তার জীবদ্দশায় তিনি আর ফেরত চাচ্ছেন না ছেলের কাছে, আর ছেলেও ফেরত দেয়ার কথা বলছে না। এখন টাকাটা যেহেতু সম্পূর্ণভাবে আমার ভাই ব্যবহার করছে, তাই বাবা বলে ওই টাকার যাকাত সে দিবে। আবার আমার ভাই বলে, যেহেতু টাকাটার আসল মালিক বাবা, তাহলে বাবারই উচিত এই টাকার যাকাত দেয়া। কারণ, জীবদ্দশায় বাবা এই টাকা আর নিজে ফেরত না নিলেও বাবা বলেছেন তার মৃত্যুর পর এই ৪০ লাখ টাকা যেনো তার দুই মেয়ে এক ছেলের মধ্যে ইসলামের নিয়ম অনুসারে ভাগ হয়, তার মানে কোন এক সময় আমরা দুই বোন ও সেখান থেকে টাকা পাবো৷ তাহলে যতদিন সেটা না হয় আর পুরো টাকাটা আমার ভাই একাই ব্যবহার করতে থাকে ততদিন পর্যন্ত এটার যাকাত কে দিবে? দয়া করে জানাবেন প্লিজ।