১)ধরুন আমার কাছে ৪ ভরি স্বর্ণ আছে আর কোনো সম্পদ নাই তাহলে তো আমার উপর যাকাত ফরয হবেনা।
২) আমার কাছে ১ ভরি স্বর্ণ , ১ ভরি রূপা এবং ২ হাজার টাকা জমানো আছে যা একবছর অতিবাহিত হয়েছে তাহলে আমাকে এই তিন মালকে যোগ করে তার ৪০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে তাইতো? কেননা এই তিন মালকে একত্রে যোগ করলে রূপার সর্বনিম্ন নিসাবে পরে যায়। (এই রূপা ১ভরি না থাকলেও শুধু ১ভরি স্বর্ণ+২হাজার টাকাকে যোগ করলে রূপার নিসাব পূর্ণ হয়ে যায়) আমার লিখা উভয় সুরত কি শুদ্ধ আছে নাকি কোথাও বুঝার ভুল আছে ?
৩)এই সাইট চালাতে আপনাদের অনেক টাকা মাসিক খরচ হয়, আমরা যারা প্রশ্ন করে সুবিধা নেই তারা কি চাইলে অল্প অল্প হাদিয়া কোনোভাবে দেওয়ার সুযোগ আছে উত্তরদাতাগন বা এই সাইটের সংশ্লিষ্টদের?