জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ গুলি হলোঃ-
» সেলাইযুক্ত কাপড় বা জুতা ব্যবহার করা।
» মাথা ও মুখ ঢাকা।
» চুল কাটা বা ছিঁড়ে ফেলা।
» নখ কাটা।
» ঘ্রাণযুক্ত তেল বা আতর লাগানো।
» স্ত্রী সহবাস করা, যৌন উত্তেজনামূলক কোনো আচরণ করা।
» শিকার বা ঝগড়া-বিবাদ ও যুদ্ধ করা।
» চুল-দাড়িতে চিরুনি বা আঙুল চালনা করা, যাতে ছেঁড়ার আশঙ্কা থাকে।
» শরীরে সাবান লাগানো।
» উকুন, ছারপোকা, মশা, মাছিসহ কোনো জীবজন্তু হত্যা করা।
» যেকোনো ধরনের গুনাহের কাজ করা।
ইহরাম অবস্থায় মহিলাদের জন্য নিষিদ্ধ কাজ গুলি হলোঃ-
*সুগন্ধি ব্যবহার করা।
*নখ কাটা, শরীরের কোনো স্থানের চুল, পশম কাটা-উপড়ানো নিষেধ
আতা, তাউস ও মুজাহিদ রাহ. প্রমুখ বিখ্যাত তাবেয়িগণ বলেন, ‘মুহরিম তার বগলের নিচের পশম উপড়ালে বা নখ কাটলে তার উপর ফিদয়া দেওয়া ওয়াজিব হবে। ’ (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৩৬০৪)
*স্বামী-স্ত্রীর সহবাস।
*যৌন কামনার সঙ্গে চুম্বন দেওয়া, স্পর্শ করা কিংবা জড়িয়ে ধরা।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমি ইহরাম অবস্থায় কামভাবের সঙ্গে নিজ স্ত্রীকে চুম্বন করেছি। এখন আমার করণীয় কী? তিনি উত্তরে বললেন, তুমি একটি কোরবানি করো। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, পৃষ্ঠা নং: ৫৩)
*বিবাহ সংক্রান্ত আলোচনা করা যাবেনা।
*পশু শিকার করা যাবেনা।
*মাথার চুল মুণ্ডন করা বা ছোট করা কিংবা উঠিয়ে ফেলা।
*কাপড় বা শরীরের উকূন মারা নিষিদ্ধ।
*ঝগড়া-বিবাদ করা যাবেনা।
*অলঙ্কার ও সাজ-সজ্জা প্রকাশ করা যাবে না।
*মুখমণ্ডলের উপর নিকাব বা অন্য কোনো কিছু দিয়ে আবৃত করবে না।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হালাল হওয়ার আগে তথা হজ্বের যাবতীয় কাজ শেষ করার পর মাথা মুন্ডানো/চুল খাটো করার পূর্বে ইহরামের কাপড় খুলে ফেললে সাথে সাথে মাথা মুন্ডাতে হবে/চুল খাটো করতে হবে।
এক্ষেত্রে কোনো কিছুই আবশ্যক হবেনা।
যদি মাথা মুন্ডানো/চুল খাটো করার পূর্বে ইহরামের কাপড় খুলে ইহরামের নিষিদ্ধ কাজ গুলি করে,যেমন খুশবু লাগায়,বা নখ কাটে বা স্ত্রী সহবাস করে,সেক্ষেত্রে দম আবশ্যক হবে।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত মহিলা আসলে কোন নিষিদ্ধ কাজ করেছিলেন,সেটি উল্লেখ করলে তার করনীয় সম্পর্কে বলা সুবিধা হতো।