ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(এক)
গোনাহ ও সীমালঙ্ঘন মূলক কাজে সহযোগিতা করা হারাম। আল্লাহ তা'আলা বলেন,
وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
জাবির (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ .
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান।(সহীহ মুসলিম-৩৯৪৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীর কাজ যেহেতু সুদি কাজে সহায়তা মূলক তাই আপনার স্বামীর ইনকাম হারাম। তবে স্ত্রী হিসেবে আপনি তার কাছ থেকে ভরণপোষণ নিতে পারবেন। আপনার উপর যদি যাকাত ফরয না থাকে, তাহলে আপনি স্বামীর হারাম ইনকাম থেকে প্রয়োজনীয় খরচ নিতে পারবেন। সে হিসেবে মাদরাসার খরচ বাবৎ প্রয়োজনীয় টাকাও আপনি নিতে পারবেন।