আমি কিছু হালাল বই বানিয়েছি, সেগুলো বিক্রি করে আয়ও হচ্ছে, কিন্তু এই বইগুলো বানানোর জন্য কিছু প্রিমিয়াম টুল বা সফটওয়্যার-এর সাহায্য নিয়েছি। যেগুলো আমি একজনের থেকে কিনেছি। এই সফটওয়্যারগুলোর দাম অনেক বেশি।
যে ব্যক্তি আমাকে সফটওয়্যারগুলো বিক্রি করেছে, সে নিজে কিনে আরও বেশ কয়েকজনের (সম্ভবত ১০-২০ জন) কাছে সেগুলো বিক্রি করেছে। এবং সেই ব্যক্তি সবাইকে একই ইউজারনেম/পাসওয়ার্ড শেয়ার করেছে।
আমরা সবাই মিলে শেয়ার করে টুল/সফটওয়্যারটি ব্যবহার করেছি, আর আমি বই বানানোর সময় এই সফটওয়্যারটির সাহায্য নিয়েছি পেজ/ডিজাইন করার জন্য।
এখন, এই বইগুলো বিক্রি করে যে অর্থ উপার্জন করছি, তা কি হারাম হবে?