আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমাদের অনলাইনে অনেকগুলো গ্রুপ আছে বিশেষ করে টেলিগ্রামের(শুধু বোনদর জন্য),সেখানে নিয়মিত বিভিন্ন বইয়ের(ইসলামিক) 'বুক রেটিং হালাকা' হয়। দেখা যায় গ্রুপের পরিচালিকারা কোন একটা বই সংগ্রহ করে এবং বইটা টেলিগ্রাম গ্রুপ/চেনেলে লাইভ স্টিম/রেকর্ডের মাধ্যমে অন্য বোনদেরকে পড়ে শোনানো হয়। দেখা যায় অনেক উপকারিত হই,যারা বই পড়ার সময় পায় না বা অভ্যাস নেই তাড়া সহজেই ঐ হালাকার মাধ্যমে বই পড়ার উপকারিতা পায়। এবং এই হালাকা গুলো সম্পুর্ন ফ্রি হয়, দাওয়াতি কাজ বলা যেতে পারে,আল্লহকে খুশি করাই মেইন উদ্দেশ্য।
আমার প্রশ্ন হলো এই যে বইটা একজন সংগ্রহ করে অন্য অনেক জনকে বইটা পরে শুনালো,,এতে করে কি বই প্রকাশনির হক নষ্ট হচ্ছে??
এর জন্য কি বই প্রকাশনি / লেখকের কাছ থেকে পারমিশন নেওয়া জরুরী??
জাঝাকুমুল্লাহ,,,