ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কোন মেয়েলোকের প্রসবান্তে চল্লিশ দিনের বেশী রক্তস্রাব হয় এবং তাহার ইহাই প্রথম প্রসব হয়, তবে চল্লিশ দিন পর্যন্ত নেফাস ধরিতে হইবে। চল্লিশ দিন যখন পুরা হইবে, তখন গোছল করিয়া নামায পড়িতে হইবে। আর যদি ইতিপূর্বে আরও সন্তান প্রসব হইয়া থাকে এবং তাহার নেফাসের মুদ্দতের কোন নিয়ম থাকে, তবে নিয়মের কয়দিন নেফাস হইবে, বেশী কয়দিন ইস্তেহাযা হইবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পূর্বের কোনো আদত থাকলে সেই দিন থেকে নেফাস শেষ মনে করবেন নতুবা ৪০ দিন শেষ হওয়ার পর নেফাস শেষ হয়েছে বলে মনে করবেন।
নেফাসের আলোচনার ক্ষেত্রে হায়েযের আলোচনা সম্ভবত ভুলে এসেছে।
(২) বাচ্চার আঘাতে নাক থেকে রক্ত এসেছে,রক্ত গড়িয়ে পড়েনি। নাক ঝাড়ি দেয়ায় সর্দির সাথে রক্ত এসেছে। এতে রোজা ভঙ্গ হবে না।