আসসালামু আলাইকুম উস্তাজ,
১) প্রথম নেফাজ কতদিন ছিলো ঠিক মনে নেই,তবে ৪০ দিনের বেশি ছিলো নিশ্চিত ।৪৫/৪৭ দিন ছিলো ।
দ্বিতীয় নেফাজের(২৭/১/২৫ থেকে )আজ ৪৬ তম দিন হওয়ায় রোজা রেখেছি+নামাজ পড়ছি ।কিন্তু আবার খুব সামান্য বাদামি বর্ণের নেফাজের আলামত দেখছি ।
এখন আমার রোজা+নামাজ কি হবে? এক্ষেত্রে আমার হায়েজ সর্বোচ্চ কতদিন?
২)বাচ্চার আঘাতে নাক থেকে রক্ত এসেছে,রক্ত গড়িয়ে পড়েনি ।
নাক ঝাড়ি দেয়ায় সর্দির সাথে রক্ত আসলো!
এতে কি রোজা ভেঙ্গে যাবে?