আসসালামু আলাইকুম।
আমি একটা মসিবতে পরছি।
আমি জানতাম খালি সাড়ে সাত ভরির উপর সোনা,এবং সাড়ে ৫২ তোলাা রুপার উপর যাকাত ফরজ হয়।বাকি ৮-১০ হাজার বা ১৫-২০ হাজার টাকা এমন ছোট এমাউন্টের উপর যাকাত দিতে হয় না।
আজ দেখলাম কাহিনী পুরা ভিন্ন
কারোর কাছে যদি ৩ ভরি সোনা থাকে প্লাস ১০-১৫ হাজার টাকা জমা থাকলেও যাকাত দিতে হবে।
বিষয়টা আসলে এতদিন ভাবি নি আমি।বিয়ে হয় ২০২২ সালে আমার, সনাতনী গোল্ড দেয় বিয়েতে তিন বা সাড়ে তিন ভরি,এর মাঝে ২-৩ টা আংটি আর টিকলি মেবি ২১ ক্যারেটের।
যাই হোক আজ হঠাৎ খেয়াল হলো।বহু বহু বছর আগ থেকে আমি ২-১ হাজার টাকা জমাই।মানে, বিয়ের আগে ২২ সালের আগে হয়তো ২-১ হাজার টাাকা।ছিলো(শিউর না)।এগুলা ২০০/৩০০ টাকা করে পেতাম টিউশনির, এবার বুঝেন কত কষ্টের।এরপর সেলাই কোর্স করে সম্ভবত ৯ হাজার টাকা পাই,এটাও রাখি(বিয়ের আগে)।এভাবে ২২ সালের মে মাসে।
বিয়ের কয়েক মাস পর জামাই হাত খরচ দিতো এর থেকে ৫০০ টাকা মাঝে মাঝে রাখতাম,এমন করতে করতে এই বছর ২৮ হাজার টাকা জমা হইছে।এই টাকা থেকে আবার আমি খরচ করি,গিপ্ট দেই হাজব্যান্ডকে।কিন্তু ২২ সাল থেকে এই ২৫ সালে ২৮ হাজার হলো।রোজার আগে আবার এদিক থেকে ১৭ হাজার টাকা দিয়ে দেড় আনার দুল কিনছি।আর আছে ১৫-১৬ হাজার টাকা মেবি।
এখন বিয়ের পরের সাড়ে তিন ভরি গোল্ড আর এই টুকটাক জমানো টাকায় কি যাকাত হলো?আমি তো শিউর জানি-ই না আমার কোন বছর কত টাকা ছিলো।কারন এগুলা তো টুকটুক করে জমানো টাকা,আবার খরচও করছি মাঝে মাঝে।
তাহলে বিয়ের পর এই তিন বছরের যাকাতের হিসাব কীভাবে করবো?
নাকি যাকাত ওয়াজিব হয়-ই নি আমার উপর।
আমি আাবারও বলি তিন বছরে ২৮ হাজার জমা হইছিলো,যা এখন আছে ১৬ হাজার।কোন বছরে কত টাকা জমা হইছে এসব কিছুই জানি না আমি।
যাকাত দিতে হবে?দিলে কত টাকা?
কোন হিসাবে দিবে?স্বর্নের ভরি তো তখন আরোও কম ছিলো.
সবচেয়ে বড় ব্যাপার জানিই না আমার কত টাকা কোন বছর হইছে।এখন কি করবো?তাছাড়া তখন তো সোনার ভরি ৭০/৮০ হাজার ছিলো,২ বছর আগের যাকাতের হিসাব কেমন হয়?