ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার পড়ার পর সাথে সাথে সূরা মিলানো ওয়াজিব। সুতরাং ফরয নামাযের প্রথম দুই রাকাতে যদি সূরায়ে ফাতেহাকে দুইবার পড়া হয়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।
নামাযে সন্দেহ হলে করণীয় কি? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1797
সন্দেহের দরুণ সাহু সিজদা দুই সালামের পরই দিতে হয়। এক সালামের পর দিলে ঐ নামাযকে আবার দোহড়িয়ে পড়তে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/79338
(২)
নামাজে ইচ্ছাপূর্বক কোন ওয়াজিবে বৃদ্ধি করলে বা বারবার করলে তখন ওয়াক্তের ভিতর ঐ নামাযকে পূনরায় আদায় করা ওয়াজিব। যদি ওয়াক্তের ভিতর পূনরায় পড়া না হয়, এবং ওয়াক্ত চলে যায়, তাহলে মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। পূনরায় আর পড়তে হবে না।
لما في حاشیة الطحطاوی علی مراقی الفلاح:
"لترك واجب" بتقديم أو تأخير أو زيادة أو نقص وإن كان تركه" الواجب "عمدا أثم ووجب" عليه "إعادة الصلاة" تغليظا عليه "لجبر نقصها" فتكون مكملة وسقط الفرض بالأولى وقيل تكون الثانية فرضا فهي المسقطة ووجب عليه إعادة الصلاة" فإن لم يعدها حتى خرج الوقت سقطت عنه مع كراهة التحريم هذا هو المعتمد قوله: "لأنه أقوى" أي لأن العمد أقوى من السهو ولا ينجبر الأقوى بجابر الأضعف."(ص462 - كتاب حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح -كتاب الصلاة، باب سجود السهو - ط: دار الكتب العلمية بيروت)