১।ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা পর্যন্ত চেষ্টা করি আমল করার। অনেক সময় সুন্নাতে জায়েদা বা নফল ইবাদত করি বা সম্মান রেখে করি না অনেক সময় ইচ্ছে করে না তখন খালি মনে আসে তুই আল্লাহ পাক রাসুল সাঃ কে মহব্বত করছ না তুই খারাপ কাজ করছ অনেক সময় মাথায় জালাপোড়া লাগে । যেমন রাসুলুল্লাহ সাঃ মিসকিন থাকতে চেয়েছেন এবং মৃত্যু বরন করতে চেয়েছেন, নফল দান করা, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি এগুলো মনে কেনো আসে?
২।আমি ধনী হতে দোয়া করতে চাই রাসুল সাঃ এর দোয়া কে সম্মান রেখে আগে ফতোয়া থেকে জানছি যে মহব্বতে কোনো সমস্যা নাই। রাসুল সাঃ এর দোয়ার খেলাফ দোয়া জেনেও ধনী হবার দোয়া করলে সমস্যা নাই।কিন্তু মনে আসে খালি তুই খুবই খারাপ কাজ করতাসোছ। খুবই পেরেশানের মধ্যে আছি কি কারনে এরকম হয়?
৩।সপ্নে দেখলাম প্রথমে কয়েকটি কুকুর আসছে ধাওয়া করছি চলে গেছে এরপর হায়না আসছে আক্রমণ করতে আমার মামাতো ভাই ধরছে আমি একটি করে কোব দেই একটি মরে যায় এভাবে কয়েকটি হত্যা করছি এর ব্যাখা কি হতে পারে?