আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (7 points)
আসসালামু আ'লাইকুম উস্তাজ আমার উত্তর প্রকাশ্য না দেয়া গেলে ইমেইল করে হলেও দিবেন । আমার দুই বছরের সংসার এই সংসারে তার কন্ট্রিবিউশান খুব কম । প্রচন্ড বদরাগী আমার স্বামী এখন আমিও তার হাওলাতে এসে গেছি আমিও নিজেকে সংযত রাখতে পারিনা ।আমি আপনাদের আলেমের স্টুডেন্ট আমি হেদায়েত পেয়েও বিয়ের পর হারিয়ে ফেলি । এর মূল কারণ আমি আমার স্বামীকে দেখি কারণ সে দ্বিন প্রেকটিস করেনা ,গালাগালি তার মুখে লেগেই থাকে রিকশা আলাদের মত অলটাইম মেজাজ হাইপার যেনো নেশা করে । আমি বিয়ে আগে জানতাম না সে রাজনীতি করে ,তার বাবা পরিবার বলসে করেনা এসব।। বিয়ের পর পাক্কা রাজনীতি বিদ এই রাজনীতি নিয়ে কিছু বললে সুইসাইডও করতে পারবে এমন হাওলাত আমাকেও ছেড়ে দিবে এই হাওলাত । আমি যতটুকু জানি গনতান্ত্রিক রাজনীতি ইসলামে সরাসরি কুফর বলে ,যে এই রাজনিতী থাকা অবস্থায় মারা যাবে সে ঈমান হীন হয়ে মারা যাবে এটি এক প্রকার শিরক । আমি যতটুকু জানি শিরক কারীর সাথে সংসার করা যাবেনা। এমনিও ইসলামের আঈন অনুযায়ী সে আমার হক্ব আদায় করেনা ,ভরণ পোষণ দিতে পারেনা কারণ সে কামাই করেনা ,আমি সব মেনে সংসার করতেসি কিন্তু রাজনীতিটা এখন আর মানায়তে পারতেসিনা এখন ত তার দলের সুযোগ আসবে তাই এখন আমার কথা কানেও তুলেনা আমি কি এই সংসার কন্টিনিউ করলে গোনাহগার হবো? জিনাহ ভ্যাবিচারি হব? সে আমাকে তালাক্ব ও দিচ্ছেনা দিবেও না বলে । কিন্তু আমি তার রাজনৈতিক ব্যাপার মাথায় আনলেই ত্যাক্ত বিরক্ত হয়ে যাই।
আমার করণীয় কী ?
নোট আমাড় আব্বূ আম্মূ চায়না আমি সংসার ছাড়ি কেউর সাপোর্ট নেই । কিন্তু আমার নিজের ইনকাম আছে অনলাইনে ,আমি আলাদা হলে একা চলতে পারবো এই হাওলাত আছে।
তার এই রাজনীতি নিয়ে আমি আত্মোহত্যা ছাড়া উপায় পাইনা আমাকে জানান প্লিজ আমার করণীয় কী সবর করব নাকি সংসার ছেড়ে দিব্ব?

1 Answer

0 votes
by (632,880 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বর্ণিত পরিস্থিতিতে তালাক চাওয়ার রুখসত থাকলেও সংসার করাই সর্বোত্তম বলে আমাদের মনে হচ্ছে। স্বামীর হেদায়তের জন্য দু'আ করুন। এবং তার সাথে সর্বোত্তম আচার ও ব্যবহার করুন।
হাদীস শরীফে এসেছে....
 ﺻﻞ ﻣﻦ ﻗﻄﻌﻚ ﻭﺃﺣﺴﻦ ﺇﻟﻰ ﻣﻦ ﺃﺳﺎﺀ ﺇﻟﻴﻚ ﻭﻗﻞ ﺍﻟﺤﻖ ﻭﻟﻮ ﻋﻠﻰ ﻧﻔﺴﻚ
হযরত আলী রাঃ থেকে বর্ণিত, তুমি সম্পর্ক স্থাপন কর তার সাথে যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে,এবং সৎদ্ব্যবহার কর তার সাথে যে তোমার সাথে মন্দ ব্যবহার করেছে,এবং সত্য কথা বল যদিও তোমার নিজের বিরুদ্ধে হয়।(জামে সগির-৪৯৮৭)

ﻭَﻟَﻤَﻦ ﺻَﺒَﺮَ ﻭَﻏَﻔَﺮَ ﺇِﻥَّ ﺫَﻟِﻚَ ﻟَﻤِﻦْ ﻋَﺰْﻡِ ﺍﻟْﺄُﻣُﻮﺭِ ) ﺍﻟﺸﻮﺭﻯ 43/ " ﺍﻧﺘﻬﻰ .
অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ।(৪২/৪৩)
নবী কারীম সাঃ বলেনঃ
ﻭﻗﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻳَﺎ ﻋُﻘﺒَﺔَ ﺑﻦَ ﻋَﺎﻣِﺮ : ﺻِﻞْ ﻣَﻦْ ﻗَﻄَﻌَﻚَ ، ﻭَﺃَﻋْﻂِ ﻣَﻦْ ﺣَﺮَﻣَﻚَ ، ﻭَﺍﻋْﻒُ ﻋَﻤَّﻦ ﻇَﻠَﻤَﻚَ ) 
হে উকবা তুমি সম্পর্ক স্থাপন কর তার সাথে যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে,এবং দান কর তাকে  যে তোমাকে বঞ্চিত করেছে,এবং মাফ করে দাও তাকে যে তোমার উপর যুলুম করেছে।(মসনদে আহমদ-৪/১৫৮)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...