ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে। ফলে তার বীর্যপাত ঘটেছে তার রোযা কি ভেঙ্গে গেছে? তিনি বললেন, ‘না। সে রোযা পূর্ণ করবে।(মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬-২৫৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/93315
রোজা অবস্থায় সহবাস ব্যতীত স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করলে বা চুম্বন করলে অথবা ঘনিষ্ঠ হলে এর ফলে যদি স্ত্রীর শরীর থেকে সামান্য কিছু বের হয়,তাহলের রোজা ভঙ্গ হবে না। তবে যার বীর্যপাত হবে, তার রোযা ভঙ্গ হয়ে যাবে।
قال في ملتقی الأبحر (مع المجمع والدر، کتاب الصوم ۱: ۳۶۱، ۳۶۲ ط دار الکتب العلمیة بیروت) : أو قبل أو لمس إن أنزل وٴفطر وإلا لا اھ وفی الدر المنتقی:أو قبل ولو قبلة فاحشة بأن یدغدغ أو یمص شفتیھا أو لمس ولو بحائل توجد معہ الحرارة إن أنزل لو منیاً أفطر فلو مذیا لا یفطر اھ
وقال فی الدر (مع الرد، کتاب الصوم، باب ما یفسد الصوم وما یفسدہ ۳: ۳۶۷-۳۷۳ ط مکتبة زکریا دیوبند) :أو قبل ولم ینزل ……لم یفطراھ
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী পরস্পর চুমু খেলে আলিংগন করলে, গোপনাঙ্গ স্পর্শ করলে রোযা ফাসিদ হবে না, যদি বীর্যপাত না হয় । বীর্যপাত হলে তখন রোযা ফাসিদ হয়ে যাবে।
(১) এতেকরে আপনাদের গুনাহ হবে না।
(২) মযি নির্গত হওয়ার কারণে অজু চলে যাবে, তবে গোসল ফরজ হবে না।